![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ উইমেন এসোসিয়েশন স্কুল (বাউয়া) নামে পরিচিত চট্টগ্রামে। স্কুল কর্তৃপক্ষ বরাবর একটা অনুরোধ। আপনাদের মহান স্কুলের পাশে একটা মাঠ আছে।সে মাঠ সারাবছর কমবেশি ভাড়া দেন,সেই টাকা দিয়ে কি করেন আমাদের জানবার কোন প্রয়োজন নেই।নিশ্চয় স্কুলের উন্নয়ন করেন।আমরা কখনো বলবো না আপনারা শিক্ষক বা স্কুল কমিটি নারী স্বাস্থ্য বা নারীর খেলাধুলার প্রতি কখনো অগ্রাধিকার দিয়েছেন কিনা।এতবছর চট্টগ্রাম শহরে থাকি কোনদিন এই স্কুলেরে মেয়েদের খেলাধুলা করতে কখনো দেখিনি।এই সমাজে একটা প্রথা আছ, খেলাধুলা করলে মেয়েদের তলপেট শক্ত হয়ে যায় পরে বাচ্চা কাচ্চা নিতে সমস্যা হয়! যাক সেটাও না হয় বাদ দিলাম।সাংস্কৃতিক চর্চ্চার কথাও বাদ দিলাম! বাউয়া স্কুলে ’সি” সেকশন নামে একটা বিশেষ ব্যাচ আছে সেটাও বাদদিলাম! কিন্তু কথা হলো আপনাদের মাঠটাকে যদি স্কুল চলাকালীন সময় কারপার্কি হিসেবেও যদি ব্যবহার করতেন তাহলে চট্টগ্রাম শহরের দুইঘন্টা যানজট মুক্ত থাকত। নিজেদের ছাত্রদের অভিভাবকদের স্কুলের মাঠে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করলে কত উপকার হতো একবার কি ভেবে দেখেছেন! এই যে কতবড় যন্ত্রণা আপনারা শিক্ষার নামে দিচ্ছেন। শিক্ষাটা আসলে কি? শিক্ষা মানে কি শুধু পাঠ্য পুস্তক! নাকি আরো বিশেষ কিছু। আসলে আপনারা শুধু টাকা চিনেন, ছাত্র চিনেন – আর কিছু চিনেন না। না, আসলে আপনারা সবই চিনেন।আমরাই চিনি না।
চট্টগ্রামে আইডিয়াল স্কুল, খূলশীতে ই্স্পাহানী............... এইসব স্কুলগুলো যানজটের প্রধান অন্তরায়।বিশেষ করে স্কুল চলাকালীন সময়ে ।
২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮
তাওিহদ অিদ্র বলেছেন: ক্লিয়ার শ্যাম্পু নয়তো তাই ধন্যবাদ মতামত দানের জন্য।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৯
প্রশ্নবোধক (?) বলেছেন: মাথার উপর দিয়া গেল। লিখলেন সবই কিন্তু ক্লিয়ার করলেননা কিছুই।