![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীর্ঘ প্রস্তুতি পর্ব শেষ করে সিদ্ধান্ত নিলাম এইখানে ওয়েস্ট মিনিস্টার অ্যাবে তৈরি করব।সব মানুষেরা দ্বিতীয় পর্ব শেষ করে আড্ডায় মশগুল হবে।বেশি বেশি কথা বলবে।মানুষেরা মনে করে মানুষ মরলে তাদের কথা ফুরিয়ে যায়! মৃত মানুষের কথা আসলে কি ফুরিয়ে যায়? প্রত্নতাত্ত্বিক,শুধু মৃত মৃত করে কথা বলে যা খুবই বিরক্তিকর।পুর্বপুরুষেরা যা হারিয়েছিল বলে তাদের ধারণা।শুধু দামি দামি মৃতদের মমির খনি নয় এই অ্যাবে এইখানে তৈরি হবে সব নামহীন মানুষের যারা শুধু বংশরক্ষা ছাড়া আর তেমন কিছুই করে যায়নি।মৃত মানুষেরা বংশরক্ষা করাতেই আপেল ঝরেছিল,অ্যালকেমি,পরমাণু কণা বিচ্চুরিত হয়েছিল।তৃতীয় সিদ্ধান্ত ফাইনাল করে সবাইকে জানিয়ে দেয়া দরকার।কারণ সবার একটা প্রস্তুতি পর্ব থাকে।নদীবহমান সরিষাখেতের পাশে এই বাংলায় ওয়েস্ট মিনিস্টার অ্যাবে,যেখানে মৃতরা মিনিস্টার হিসেবে জিহ্বা দিয়ে অনবরত কথা বলবে সাধারণ সাধারণের মত যেকোন ভাষায় যেমন তেমন মর্মস্পর্শী, হৃদয়ভেদী অর্নগল।
©somewhere in net ltd.