![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
রেললাইনে হাটিস সব বিষাদ উড়ে যাবে!
কে জানে অমন লোভাতুর কথা শুনে
স্বরলিপি আত্মহত্যা করবে!
উপদ্বেষ//
২.
কিছু পথ দৌড়ে।
কিছু হেঁটে।
হাওয়াই মিঠা।
ফুটে থাকে পরাগায়ণ ঠোঁটে।
ফু’টেলো //
৩.
তর্জনি! চকোলেট
বড়শি ভাবছি না!
হুঁ //
৪.
দু’মুখো সাপের মতোন নদী
তাকে নিয়ে খেলা করো..।
সাপুড়ে//
৫.
পাক খেতে খেতে আইলা চলে গেল
বুঝালাম, বৃক্ষরা চর্তুমুখী।
মুখ//
৬.
অনেক ধনাঢ্যরা মরার আগে কবরবানায় রাখে
মডেল কবর!
ভাতকাপড়ের জন্য পুরো কবরস্থান বেঁচে দিলাম।
ভবিতব্যস্থান //
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ: কাজী ফাতেমা ছবি। সবসময় ভাল থাকুন।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: সব গুলিই ভাল লেগেছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫
তাওিহদ অিদ্র বলেছেন: সবগুলিই ভাল ধন্যবাদ.... সমালোচনা ও করুন সমানতালে।লেখার চেয়ে সমালোচনা বেশি ভাল হোক
ভাললাগা রইল আপনার প্রতি
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল