![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একগোছা রঞ্জন বুকের ভেতর ছুঁয়ে গেলে
কেমন অনুভূতি হয়রে?
---মনোরঞ্জন!
রোমান্স; প্রাক রোমান্টিসিজমের আড়ষ্টতা।
পাহাড়কে তুলনা
সমুদ্র
উদ্ভিদ—তুলনাবিদ্যার রোগ।
সময়টা মনোরঞ্জন আর তুলনারো নয়।
সারাক্ষণ কানের কাছে ঘেউ ঘেউ।
ন’মাস কারো সাথে সঙ্গমহীন
পাটজাত,
বিকল্প জ্বালানির সন্ধান!
ষোড়শী; একরোখা আবেগী সংযম করো!
আমাদের অধিক অধিকার নিয়ে বেঁচে থাকো।
মনোরঞ্জন,
রোমান্টিসজমের এক একটা দশক!
ঘিয়ের পেলবতায়
কমলালেবুর আতিশয্য আবদার
থাকবে কি থাকবে না অনিবার্য বিকলাঙ্গতায়।
১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৭
তাওিহদ অিদ্র বলেছেন: হুম ধন্যবাদ, মতামত প্রদানের জন্য.......... না না বলতে পারতে হবে। চাইলে অনেক ভাবে বলা যায়। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৭
মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: ঠিক আছে। কিন্তু মানু চাইলেও সব কিছু বলতে পারে না।