নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

কনসেনট্রেশন

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬




শব্দের ক্যাম্পেইন করে কবিরা
মূলত দলবাজ।
সব গোত্রেরই একটা সংহিতা থাকে
কবি ও গোত্র।
কবি: কবিতা লিখ তোমার প্রেমের নামে
প্রেমিকা,ঘুমপ্রাসাদ,রাজকন্যা,রাজার বন্দনা,থৈ থৈ নাচের মুদ্রায়
আলিঙ্গন
স্পষ্ট করে লিখ: মিলনের তত্ত্বগত ভাব!
মদ- নারী লিখতে পার:চলনসই।
যদি লিখ:রাজশাসন,অসংগত বাজার,ন্যায়পরায়ণ,
সমকালীন যৌনশাসন,পুস্তকে ওপর হেগেদেয়ার কীর্তি
তুমি তার চেয়ে ভাল করতে পারবে:কনসেনট্রেশনে
স্তবক ও আয়াত শংকরজাত।ঘি ও কাষ্ঠ ও দড়ির অপূর্ব ছোঁয়া।
যেমনটা পূর্ববোধীরা বধ করেছিল তাদের কীর্তি তেমনই।
যদি লিখ :গোত্রগত নন্দনের কথা
যার যার আধিপত্য বজায় রাখার সাবলীল কৌশল
তোমার জন্য থাকতে পারে সুরক্ষ –বণর্নাতীত
মোটেও আশ্চর্য্ে হয়ো না,দেখ তোমার সিনিয়র অনেক সিটিজেন
সেই সুরক্ষা পেয়ে জাতীয় আন্তর্জাতিক আখ্যানে
সিকিউরিটি নিয়ে লিখেছে।
নিজের ভাল কে না বোঝে,
কি করে গয়া কাশি মদিনা ইয়াজিদি উপেক্ষা করো?
ফারাহ?
কি করে উপেক্ষা করো?
ক্ল্যাসিক মধুরতায় নাও ভাসাও
আকাশ পাখি সমুদ্র বিহার রচনা করো
বিদ্যুত,তামা-সীসাকে মনে করো রোমাঞ্চের ম্যাজিকিজম।
এসো কবি ক্যাম্পেইন করি অন্ধকার আলোয়
যেমনটা তোমরা আমাদের করো:
উষ্কানি দাও।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

ধ্রুবক আলো বলেছেন: এসো কবি ক্যাম্পেইন করি অন্ধকার আলোয়
যেমনটা তোমরা আমাদের করো:
উষ্কানি দাও।
বেশ অদ্ভুত, ভালো লাগলো+।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ..........।ভাল লাগা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.