![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তারে নদী ভাইব্যা সাঁতরাইতে এলাম।
পানি থাকুক আর নাই থাকুক, ফড়ফড়ানি হাওয়া হইলো নদী।
রাস্তায় মাছের খাঁচা দেইখ্যা হাঁচাই কইত্যছি জাইল্যা আছে, জাল আর চাঁই
ক্যান আফসোস কইরা তোগো মতো মানুষ; আরেকজনের হাওয়া নষ্ট করস
বালবিল্যাহ বোরো ক্ষেতে গলা সমান পানির ভিত্রে যার বুক আটকাইছে
তারে হলুদ জমি দেহাইদিছি;
সোনা রোদে পুড়লে এই পর্যন্ত হলুদই হইছে সোনা হয়নাই।
সবটারি রাস্তা আছে দেইহন যাইন্যা
চোখ খুইল্যাও সবসময় দ্যাহালাগেনা।
কলাগাছের পাতা দূর থেইক্যা যেইরাম নড়ে সেইরাম রাস্তা হইলো মাইনস্যের
সেইতো হাঁটবার চাই কালা কালা রাস্তায়
যেইহানে পানি জইম্যা আছে সন্ধ্যের গলায়!
থাইম্যাগেছি আইটক্যাগেছি; এলাম সাঁতরাইতে রাস্তায়।
©somewhere in net ltd.