নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

বজ্রপাতোনিয়া //

২০ শে মে, ২০১৭ সকাল ১১:২৬







সব মিলে তিন কিলোমিটারের রাস্তা।স্বভাবসূলভ হাঁটা।শহরে সামান্য অবশিষ্ট সবুজ,এখনো জীবিতরুপে লোলুপ করে সেই উপভোগ্য লোলুপতার কাছে এইসব রৈখিক পথহিসাব কখন যে পার হয়ে যায় ঘড়ির কাঁটা বুঝতে পারে না।অথচ শুয়ে শুযে পথ ক্রমে পার হওয়ার ম্যানিয়ায় আক্রান্ত।আকাশপৃষ্ঠে অজস্র বজ্রোন্নয়ন,বিভ্রাটের হল্লা ভীত সন্ত্রস্ত করেছে।স্টার ওর্য়াল্ডে মেশিনম্যান বসে আছে রেতি নিয়ে,দেখামাত্র ছুঁড়ে দেবে বিদ্যুতের রেখা।পূর্বজাতিরা এইসব উপভোগ করতো বলে তারা দীর্ঘ জীবন পেতো।উইকিপিডিয়ায় সেইসব কথা লেখা নেই।তথ্য তাদের পক্ষে নেই।যেহেতু মৃত্যু উপভোগ্য কারণে কারণে বজ্রমৃত্যুও উপভোগ্য।তবু বাঁচার তাগিদেই অপরিবাহী পোশাক নিয়ে শুয়ে আছি।অনেক তাল,হিজল,নারিকেল,পাহাড় ঢিবি থেকে কোনমতে আমি উঁচু নই।তবু তার চোখপোড়া দৃষ্টি আমাকে লক্ষ্য করে।দন্ড দাড় করিয়ে চার্জিং নামানো –কেমন নষ্ট নষ্ট অনুভূতি।পাঞ্চমেশিনে বৃদ্ধাঙ্গুল বসানোর উচ্ছ্বিষ্ট ম্যানিয়া ক্লাউনের সততার বিরল দৃষ্টান্ত।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৭ দুপুর ১:২০

হাতুড়ে লেখক বলেছেন: নিদারুণ অভিব্যক্তি। ভালো লাগলো।

২১ শে মে, ২০১৭ সকাল ১০:২৭

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ মন্তব্যতে আসার জন্য.........ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.