নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

ম্যামোথ ফ্যাক্টর….//

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৭







প্রেমিক মানুষের মনে একটা পাহাড়ি সুন্দরতা থাকে।পাহাড়ের যে গভীর খাদ আছে সেপ্রান্তে দাঁড়াতে তার খুব ভয়।
গড়গড়াইয়া নামার যে তরঙ্গ সে এ্যাডভেঞ্চার তবে কোথায় পা্য়?
সবচেয়ে উঁচু টিলার চেয়ে গভীর খাদে নামতেই বেশী ভাল লাগার কথা,আশ্চর্য্য মানুষ সেটা আগে এড়িয়ে যায়….।
ঠোঁটে আর তেমন উষ্ণতা নেই!
দেহে স্নায়ুর গর্জন নেই!
বিরল নারী,নারীর প্রেম বলে কিছু নেই।প্রতিদিন রোজকার যা তাই হলো আস্থা!
নুন পান্তাকেই বা কে অগ্রাহ্য করে
এই বা কম প্রেম নয়!
সুকুমার ভঙ্গিতে প্রেম নেবার মতোন প্রেমাধার তার কই?
নারী,নারী প্রেম কি কেবল পরাকাষ্ঠা।
ঘাসপাতার দোহাই।
নিশ্চয়তার সুনিপুণতা….! ক্রাশ খাই…ট্রল করো… সেই উঁচু টিলা।
চাঁদের পাহাড়….
অভিযাত্রীর যাত্রা…আফ্রিকা,এশিয়া,দঃআমেরিকা … প্রেম কেবলই প্রেম
প্রেমের সৌন্দর্য্য হলো এই খাদ…সুগভীর খাদ
সবাইতো উপরে উঠে গেল
নিচে নামার অভিযান কোন অভিযাত্রীই করল না!
প্রেম হলো সেই যে নিচু দীঘির টলটলে কেউ এখনো পদার্পণ করেনি… প্রথম যাত্রী…অভিযাত্রী…
সেই দীঘির জল যাকে চ্যাপ্টাই মনে হয়…বাজুপরে তরঙ্গ খেলে স্নায়ুপিডিয়ায়
হাবুডুবু খায়…পরমতাকরি…খাদে নেমে যাই
ক্রাশ খায়.. ছলনা করি………..কার মন কোথায় যায়
কে জানতে পারে?
ট্রোজান…
পাশাপাশিতো থাকা হয়।





মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৮

আমি চির-দুরন্ত বলেছেন: পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। একটুখানি খটকা লাগলো।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২০

তাওিহদ অিদ্র বলেছেন: খটকাই প্রেম..........।ধন্যবাদ।

২| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৫

ক্যানভাসের রঙ বলেছেন: প্রেম তো সেই হঠাৎ বয়ে যাওয়া স্নিগ্ধ বাতাস। বোঝার আগেই উধাও। কিন্তু ছোঁয়া তো ঠিকই রেখে যায়।সে...

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২০

তাওিহদ অিদ্র বলেছেন: একদম তাই...ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.