![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই মুখ; সেই নিষ্পাপ মুখ;সেই লুঙ্গি পরা,পানের বাটা,চুরুট মাখা মুখ….ভুলে যায়!ভুলে যায় প্রতিবছর একটা তারিখ নিয়ে দিন আসে,মাস আসে,বছর আসে…সব চটপটে ভুলে যায়!
প্রতি দিন সকালে (পনের অগাস্ট সকালে) বিষাদে ছেয়ো যাবো আমি;বিকালে তন্ত্র মন্ত্র পড়ি লুটপাট করব। যা খুশি তাই করব! আমি যা বুঝি তাই করব!!
বঙ্গবন্ধু: তোমার নাম নিয়ে চুরি করার মতলব যেহেতু আমার নাই সেইমতে,আমি তোমাকে ভালবাসি না।তোমার সমালোচনা করতে আমার একদম বাধে না।তোমাকে নুরের মতোনও মনে করি না স্রেফ তোমাকে বিশ্বাসের মানুষ মনে করি।রক্ত মাংসের মানুষ মনে করি।আমি ভুলে যায় তোমার ক্ষমতার লোভ অথবা ভুল অথবা চরম ব্যর্র্থতা অথবা পরম বন্ধু তোমার চরম ঘাতকের বিশ্বাস সব ভুলে যায়।সব ভুলে যায়। কবিতার মতোন অজস্র বাকপটুতা;সরল কামনা মাখা সেই কন্ঠ…সব ভুলে যায়।
আজকের জাতীয়তাবাদ,দেশ প্রেম,মানচিত্র,পতাকার ঠুনকো পাতলা ডাক সব ভুলে যায়।সব ভুলে যায়।কেননা আমি তোমার বন্ধু নই।কোন বন্ধু নই।তোমার সকল মুক্তির শত্রু।শত্রুই ছিল তোমার সবচেয়ে পরম বন্ধু।আজো তোমার পরমবন্ধুরাই তোমার শেষের পরও তোমাকে শেষ করে দিচ্ছে তিলে তিলে…।সে মুক্তির সংগ্রাম আজো শেষ হয়নাই…………।
সকালে বিষাদ নয় সুরের বাহুময়ে আমি বয়ে চলি বহমান বিশ্বপাড়ায় বিশ্বাসের সকালে….চেতনার সমগ্র ধারায় সবুজ মায়ার ধরায়।বঙ্গবন্ধু আমি তোমার চরম শত্রু!!
১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ.............ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৮
বিজন রয় বলেছেন: সে মুক্তির সংগ্রাম আজো শেষ হয়নাই…………। সত্যি কথা।