নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

এইসব ভালমন্দের দিন অতঃপর শারদীয়া //

২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৬









কয়লা খনির মুখে সকাল ফুটে।ভাসমান নোটের আকাশে;বিস্তারিত শুভ্র আর্বিভাব।পরিসংখ্যানের রেখা উঁচু হয়ে একশ একজন মৃত মানুষকে ঠাঁই দিয়েছে নীল রেখার চূড়ায়।
”দৈনিক ভোরের যাত্রাপাঠ”
মুখ রক্ষার জন্যও তাকায় থাকি ওই বড় মুখ করে।
আকাশের বিশাল মুখ।আকাশের হাসি।বিস্তৃীর্ণ তৃণভূমি,বিরাটকীর্তিময় ক্যানভাস।
ওই তালগাছ,আউশের বিল যখন টইটই… এপারে তখন সারি সারি মেঘের মার্চপাস্ট।
শরতের কড়া রোদ;অপরিপক্ক প্রকৃতি….তাদের অবহেলা…
একদল তো সবসময় দাঁড়ায় থাকে সাইত্রিশ পদের ভাবগাম্ভীর্য বজায় রাখতে
…………… বেশ ধারালো রকম করে!
চোখ ছেড়ে বেরিয়ে যায়….বলাকা। উড়ে যায়…উড়ে যায়, জাহাজ চলে যায়… ডানার তরঙ্গ রেখে
যেন ছুটে যায় আরেক নীহারিকায়।ওই নীহারিকায় ও শরতের আকাশ আছে।
এই প্রত্যেহ রকম দিনের গড়েতোলা চতুষকোণাকার মাঠ … অর্ধবৃত্তাকার চাঁদ… কাশ নদীতে জোনাকির চর
নতুন দ্বীপের বসতি
…প্রেমাস্পদের আহ্বান;
সব যেন যায় ওই গোল্লায়…পৃথিবী গোল….বিরাটশূণ্যকার।
আজীবন আমাদের থেকে যায় কিছু সোহাগের অন্ধকার কিছু সোহাগের আলো;
সাথে করে থাকে।যদিও পুরনো কাপড়ের ভাঁজে জমা থাকা উষ্ণতা;আগামী শৈত্যপ্রবাহের অপেক্ষায়
একটা বৈশ্বিক চুক্তি।




মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: ব্লগে ইদানিং ভালো লেখা একেবারেই পাচ্ছি না।
কি যে লেখে সবাই।
পড়লে আনন্দ পাওয়া যায় না বরং বিরক্ত লাগে।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪০

তাওিহদ অিদ্র বলেছেন: ব্লগে যারা লেখেন তারা প্রায়ই নিচুমানের লেখক আমি অথবা আপনি সবাই একইরকম।এটা,একদম খাঁটি কথা।আমার লেখাকে লেখা মনে করেন না সেটাকে আমি স্যালুট করছি।লেখার জন্য লেখা হৃদয় দিয়ে লেখা বা সত্যিকারের লেখা অত সোজা জিনিস না....তার মধ্যে সাহিত্যের সর্বোচ্চ ধাপ কবিতা হলে তো কথাই নেই! যা হোক.........শুভেচ্ছা মতামতে আসার জন্য.........সবসময় বলি লেখার চেয়ে মতামত বেশি গুরুত্বপূর্ণ.......ধন্যবাদ।।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৪

তাওিহদ অিদ্র বলেছেন: আর ব্লগের বেশিরভাগ পাঠকেরই মান খুব খারাপ।তারা ভাল জিনিস হজম করার মতোন পরিপক্কতা নেই।সেইসব পাঠকের জন্যেইও অনেক ভাললেখা শুরু করেছেন পরে ব্লগ থেকে উধাও হয়ে অন্যকোথাও লেখা শুরু করেছেন।এটা একদমই বলা যায় বেশিরভাগ ব্লগের লেখক ও পাঠক উভয়েই নিম্নমানের ।তাই এটাকে খুব একটা বিবেচনায় রাখি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.