নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

প্রলেতারিয়েত অথবা সমুদ্র সমান অন্ধকার //

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৯




কাঁধে দাগ;মরিচ ফুলের দাগ;এক দুপুর তপ্ত চুমু ফেলে গিয়েছিল এই কাঁধে।ইটের রাস্তায় শালপাতা ভুমিকা পেতেছিল....হঠাৎ জনমানব শূণ্য রাস্তা; বাস হর্ণ উষ্ণতা সব পালায় যায়; কোন কারণ ছাড়াই যেমনটা কারণ ছাড়াই খুঁজে পাওয়া যাবে না ব্যবহারিক উক্ত্যতা।
…বায়ূ দক্ষিণ কোণ থেকে বেয়ে আসছে;সিলিংফ্যানে চুল শুকানোর মতোন করেই আসছে… তখন এসব ছিল নিয়মমতোন পাঠ;দেয়ালে দেয়ালে প্রলেতারিয়েত স্লোগান।শ্রমিক,শ্রম,শিক্ষা নানা বাস্তুমায়ার স্লোগান…।
প্রেম ও প্রেম এবং আবারো প্রেম স্রোতের মতোন বয়ে যায় প্রবাহ ব্যথায়!মোড়ে মোড়ে যে ঘূর্ণন বাহিত হয় তারমতোন সুখায়বয়ব ব্যাথায়।
শহরে তখনো কোন কালাম,ছালাম ছিলনা..ডিভাইডারে সোনালু,দেবদারু,পাতাবাহার ছিলনা।তাকায় থাকবো লোভাতুর চোখ নিয়া এমন অনেক কিছুই ছিল!মিউনিসিপালটির ওপারে অনেক বড় বড় পর্দার নায়ক-নায়িকারা কেমন ফণা তুলে তাকায় থাকত!কোন অন্ধকার রঙিন আলোর ভেতর কোন এক জগতে বিস্ময়ে বুঁদ হয়ে থাকতাম ফণায়…ফেনায়।
লিটল ম্যাগ;হর্কাস,রেলস্টেশন .. হেঁটে হেঁটে যায় দূরের স্টেশন নাম না জানা রোমাঞ্চকর জায়গা!
একপিচ পাউরুটি,কলা…বড়জোড় বাটারবন… দুইটাকা বাজেটের দুপুর।
টঙের দোকানে ডিম ফাটলে সৈয়দ বলেছেন, বীর্য ছড়ায় আছে; কনডেন্স মিল্ক তবু গুলে খায় চার পাঁচ করে …..।বুকে প্রেম নিয়া কতো মাঠ দাপড়ায়;ডাবের মতোন চোখ ফুটে থাকত আকাশে; সন্ধ্যার তারার দিকে চেয়ে গোপনে লেখা হতো আগুন লেগেছে বনে বনে….
পঞ্চবটির আঙুল ধরে জাম্বুরির মাঠ …মুগ্ধহবার দুপুর ছিল…রাত ছিল… তোমার আমার পাপবিদ্ধ সময় ছিল;প্রেম ছিল,মরণ ছিল…সিঁড়ে বেয়ে চলে যায় মহাদেশের ফুল!
এখন এ জীবনে আর আলোকিত ভরা দুপুর নাই; আছে এক সমুদ্র সমান অন্ধকার। এক আকাশ সমান তীব্র হাহাকার।এক জীবন সমান ভ্রুণীয় যন্ত্রণা।এক খনির সমান গুপ্ত অন্ধকার।
সযত্নে যা রোপণ করেছিলাম তুমি দেখবে বলে ওই পারিজাত;
তাকালেই আমার প্রতি যাতে তোমার দ্রোহ জাগে;বসন্ত জাগে;খুন জাগে …. তোমার চোখে কি আমি এখনো সেই পারিজাত নই।
কোন ছুরি তোমার হাতে উঠে না… উঠে না পরমাণু কৌশল, দ্রুত আঘাত হানার নিঁখুত যান্ত্রিক কৌশল।
শুনেছি মানুষ কেবল হারায় যায়, আড়াল যায়, গোপন যায়… আপন আপন পরপর সব মানুষ। একদিন ভোরের বাতাসে জানতে পারবে ও ফুল পিষে গেছে সমুদ্র প্লাবনে! লাল ফুল। লাল ফুল। রক্তের মতোন লাল ফুল।কেই বা ডাকবে তোমায়;কেই বা ডাকবে আমায়; ও পুরনো শহর!
পারিজাত…; ….আমার প্রলেতারিয়েত রোমাঞ্চ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


মহাকাব্য?

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৫

তাওিহদ অিদ্র বলেছেন: যা ভাবেন গাজী ? এই যদি হয় মহাকাব্য..............তাহলে আর কি :)

২| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫

বিজন রয় বলেছেন: মাতালকাব্য!!

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৫

তাওিহদ অিদ্র বলেছেন: ) :) হতে পারে..............।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.