নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

ভ্যাকুয়াম আর সুগন্ধ //

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১





দীর্ঘ অনাহারে পড়া মানুষকে খুব বেশি খাবার দিয়ো না।

অল্প অল্প করে দাও।লোভ করে খেতে দিয়ে মানুষটাকেই মেরে ফেলবে।মানসিক এই ভ্রমণে তোমার ব্যবহৃত প্লেট দেখলে, ছবি দেখলে তোমাকে খুব দীর্ঘদিন খেতে না পারা মানুষের মতোন মনে হয়।

জানতাম না তো তুমি এতোটা অনাহারী ছিলে।কোন রাষ্ট্রের খপ্পরেতো পড়োনি কোনদিন।

তবু কিভাবে সময় তোমাকে লোভাতুর করল,ভোগে পেটফুলিয়ে দিল,সুইসব্যাংক তোমার বৃহদন্ত্রে পিসমেকারের মতোন নীরবভাবে তোমার ভেতর ছুরি চালাতে লাগল তুমি তো টেরই পাচ্ছ না।

সহস্র গতকাল আর আজ কত বাধ্য অবাধ্য ছেঁড়া পলিথিন,পুলিশের উৎপাতে থাকা হকার,টঙ টুলে…. ছেঁড়া টাকার চা বিস্কুট ডাইনিস বাটারবন…. সাদা র্শাট-কালো প্যান্ট’র টিফিন খাবার কাউকে অনাহারী করে!

খাবার ওই পর্যন্তই লাগে।মানিয়ে নেয়া মানে অনাহারী না।

মহাসড়কে,ফুটপাতে অমন লক্ষ মানুষ দেখলে মনে হয়,হয়তো ..সত্যিই হয়।

মহাত্মা… মহাপতনে যারা আজ হারিয়ে গেছ।আহ্ … তীক্ষ যন্ত্রণা।একেবারে মেরে ফেলো না।

অনাহারের যাত্রায় হলেও পৃথিবীর আলোয় দীর্ঘায়ু পায়।

পাবে না পাবে না তুমি আমায় খুঁজে পাবে না… সুহৃদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.