![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি ট্রাউজার?কি শার্ট?চুল কি!
চোখ যেন থামে বাঁধা ডিশ তার।
পাড়ার মাস্তানদের এড়িয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়।
কোমরে কিছু না কিছু থাকে:গুদামের মালিকতো!
কাউকে মারা- কাটা- ছেঁড়া নিয়মের কাজ
এইসব পাড়ার ছেলেরা কত কাছে থাকে…।গভীর আপন।
সময় এখন,সময় তখন এমন কিছু নয়।সময় বিশ্বাস করার মান নয়। গোল্লা মাত্র।
সেই সূত্রমতে, পাড়ার মাস্তানরা দেশ বরণ্য জাতীয় মাস্তানদের চেয়ে স্মার্ট।
পাড়ার মাস্তানদের এক কাপ চা, একটু ভাইয়া ডাক পাড়লেই হয়,
কারো মায়েরে চুদতে,ছিঁড়তে বেশি সময় লাগে না।
কারো গালি দেয়ার জন্য ভাড়া করতে পয়সা দিতে হয় না।
আছেন ভাই?….এই রকম অনুরোধ করলেই হয়!
দেশবরণ্য জাতীয় মাস্তানরা পাড়ার মাস্তানদের চেয়েও অধম
আগে ভাবতাম ওদের রেট বেশি!অতদূর যাওয়ার কি দরকার?
বাস্তবতা হলো,এরা যে এতো সস্তা মাল হয়ত কেউ জানেই না
ভাড়ার প্রস্তাব করে দেখেন?দেখবেন কত সস্তার সস্তা এইসব স্যুটেড বুটেড মাস্তানরা
শুধু কথার বা শব্দগুচ্ছের প্রস্তাব পেলেই হলো।
দেখবেন ঠেলা কাকে বলে?
খেলাতে কিছু না কিছু সৃজন হয়!
©somewhere in net ltd.