নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

রাক্ষসপুরীর দেশ (রোহিঙ্গা)//

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৭






একবার যে রাস্তা হারায় ফেলিছে সেদিন থিকা একটা রাস্তা চিরদিনির জন্যি তারি হয়ে যায়।
হেই রাস্তায় কত মানব করিছে চলাফেরা কেউ কেউ রাস্তা পার হইয়া অসীমের দিকে ধাই যায়,
মহাদেশ অতিক্রম করি যায়।
গাছপালাওকে এমন ধাইতে দেখিছি।
আকাশে আজ বৃক্ষ গজাইতে দেখিছি।
মাছ গজাইতে দেখিছি।
কিরম করি সাঁতার কাটিতি কাটিতি পাহাড়ের পেছনে পাড়ায় চলি যায় দেখিছি।
সেইখানে ও বসত গড়িছে মানব।গিজ গিজ বসত।
যে হারায় ফেলিছে এভাবে নদী,হারায় ফেলিছে জাহাজ বড় বড় দ্বীপচর,কত লুকানো ঈর্ষাজাগানিয়া ধন বিষধর পোকামাকড় সাপ বিছুটি সম্পদ।
হারায় ফেলিছে সোনাদানা দুল,হীরের কাগজ ফুল,বাহন আর জাতিকুল।
তখন যা হারায় ফেলিছি সব তার আপন হয়ি যায়।
হারাইতে হারাইতে তার যখন আর কিছু হারিবার থাকে না সে পাইয়ি যায় এক দিশা।
অনিঃসীম দিশা।
স্বাধীন হবার দিশা।
স্বাধীন।
স্বাধীন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


"মাছ গজাইতে দেখিছি। "

-হাতী গজাইতেও দেখিবেন শীঘ্রই

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪

তাওিহদ অিদ্র বলেছেন: দেখার শক্তি আপনার প্রবল: তাই যে মাছ দেখিবি,সেই হাতিও দেখিবি....

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো!





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ...আপনিও ভাল থাকুন।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কোন অঞ্চলের ভাষা?

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৫

তাওিহদ অিদ্র বলেছেন: আমার অঞ্চলের....................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.