![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক মহিলাকে আপা ডাকতাম।তিনিও হয়ত এই শব্দে ভ্রমি হইয়া আমাকে স্নেহ করতেন।কিন্তু তার ননদিনীর তাতে যথেষ্ট আপত্তি।কেন আপা ডাকি?নিরপেক্ষ শব্দ হিসাবে ”আপা” শব্দটা বেশযুতসই বলে মনে করি।সে নিয়ে আপা তার ননদিনীর ঘেষাঘেষিতে খুব বিরক্ত হইসি।আর আপারে আপা বলাই ছাইড়া দিসি।ধুর যা… মরার আপা!!
সে ঘটনা যাক, আজকাল অনেক মহিলাকে আপা বললে,রাগ করেন।অনেক সরাসরি বলে দেয়,ভাবি ডাকতে পারেন না? ভাবি ডাকলে আবার বিপদ!ভাই মনে করেন আরেক কিছূ!আবার অনেক বয়স্ক পুরুষ আছেন তাদের আন্কেল বললে রাগ করেন,বলেন – ভাই ডাকবেন! একবার এমনটাই হলো,উনারে আন্কেল ডাকি, আবার আন্কেলের মেয়ে আমার লগে ইটিসপিটিস মারে!কেমনে বুঝাইতাম..এই সিনে তুমি যে আমার বোন!!
এইসব বলার কারণ হইল…ইন্টার্ণি ডাক্তাররে আপা বলাই নাকি ডাক্তারনির ইজ্জতে ঘা লাগছে তাই রোগীর স্বজনদের পিটাইছে!
একবার আমার চর্ম রোগ হইছিল সেজন্য চিটাগাং মেডিকেলে গেলাম। ডাক্তার সাহেবা এতো সুন্দরী আছিল যে, অনায়াশেই তারে মিস বাংলাদেশে বলা যায়!জাস্ট স্লিপটা দেখালাম।তিনি বললেন, জামা খুলেন।ওই সময যেহেতু আমার পেশীর অবস্থা বেশ ভাল ছিল সাথে সাথে শার্ট খুলে ফেললাম।তিনি তাকায় থাকলেন।পাশের এক বু্ইজ্জা ডাক্তার যিনি রোগীদের প্রায় একঘন্টা লাইনে দাঁড় করাইয়া কেন যে পরে এন্ট্রি দিছিলেন তা আন্দাজ করবার পারছি।যাই হোক তিনি চোখ দিয়ে আমার ত্বক দেখলেন!ঔষুধ লিখে দিলেন।পরে আসার সময় ”আপা আপনাকে অনেক ধন্যবাদ” বলে চলে এলাম।এখন মনে হইছে,সেদিনতো আমার ভাগ্য ভাল ছিল।আমারে মার দেয় নাই!!!
২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সিস্টার শুনে অভ্যস্ত যারা
আপার মর্ম বুঝবেনা তারা।
২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৭
তাওিহদ অিদ্র বলেছেন: দৈন্যতা মানুষের মর্যাদাকে খাটো করে........ ধন্যবাদ।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০০
খাঁজা বাবা বলেছেন: কপাল ভাল
২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৭
তাওিহদ অিদ্র বলেছেন: কপালের নাম গোপাল
৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মহিলা ডাক্তারের কাছে যাওয়ার অভিজ্ঞতা নাই। আর মেয়েদের সাথে কথা বললেও বুক কাঁপে।
২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮
তাওিহদ অিদ্র বলেছেন: কন কি? মানুষের সাথে কথা বলবেন তাতে ভয়? সেক্স শিখুন ভয় কেটে যাবে....
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৪
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ