নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

টুল-টেবিল >>

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪২




যে যেরকম//

যে দিকে যায়
যেতে চায়
যাও না।
যে যেভাবে থাকছে ভাবছে করছে তা করুক।
যে লম্পট
যে প্রেমিক
যে মাগী খোর
বলুক না।
এমনতরো
কেন- স্ব?
স্ব হচ্ছে হও
এমন হও
হচ্ছি তো।
তোমার যা আমার তা নয়
তোমার যা তারো তা নয়।
যে দিকে যাক
যেতে চাক
যাক না।

বাধা দিয়ো না //
খুন
খুন!
মৃত্যুর পর খুন সর্ম্পকিত-
যোগাযোগ
তদন্ত
উদঘাটন
মর্মান্তিক
হৃদয়বিদারক
পাশবিক
কোনটাই না।
যে খুন করে তাকে বাধা দেয়া-
ঠিক না।
তার আরো সুযোগ পাওয়া উচিত
বাধা দিলে বাধা পাবে
আরো খুন হবে।
খোলামনে যার যা তা করতে দাও
যে খুন করে তাকে খুনি বলা –
ঠিক না।
তাকে আরো তার প্রতিভামতোন খুন করতে দাও।
খুন
খুন!
খুন করতে করতে
বিতৃষ্ণা এলে
আর করা হবে না।
মৃত্যুর পর কোন সর্ম্পক
আর টেকে না।
মৃত্যু
খুনের চেয়ে কম কি!











মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

চিন্তিত নিরন্তর বলেছেন: innovative

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

তাওিহদ অিদ্র বলেছেন: লজ্জা পাইলাম। ধন্যবাদ :)

২| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: হুম।

০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

তাওিহদ অিদ্র বলেছেন: হুম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.