নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

ভেবে দেখলাম- আমি আগাগোড়া বেয়াদব ঳঳

০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০০




বন্ধুরা পুরাতন হয়
বাতিল হয়।
নতুন মানে সবুজ।
বন্ধুরা পুরনো বোতলে নতুন মদ নয়।
পুরাতন
পুরাতন
জঙধরা।
বন্ধুদের ভাবনা জানা-
শহরের সব মেয়ে আমার
(অথচ আমি আর্ন্তজাতিক)!
কেউ বলে সবটারে খাইছে
কেউ বলে সোনা
সোনা খায় বলে।
কেউ বলে প্রজেক্ট-কোনটা চলের?
কেউ বলে সি.ডি!
বন্ধুরা
কেবল জ্ঞানী আর মানি
মানি বাংলা- টাকা।
আমি বলি- টাকায় কি না খায়!
মাসে দুবার মাগি খায়
(না খেলে মনে হয় পৃথিবী ভেঙে পড়ে)
দু-চারটা প্রেম করি
সেক্স করি
সর্ম্পকগুলো এভাবে ছড়ায় পড়ে।
একটা সর্ম্পক একমাসের বেশি যায় না
(দরকারো নাই)
গুনে গুনে দিন চলে।
সমাজ ছি ছি করে
রাষ্ট্র জেল দেয়
পরিবার ত্যাজ্য করে
বন্ধুরা মনে মনে প্রকাশে আকাশে টিটকারী মারে।
তারা মারে বৈধ।
আমার সব অবৈধ!
“বিয়ে না করলে নাকি বদা ফাডি মরে যায় “-
বলতে শুনেছি।
তবু আমি ঘুরে ঘুরে প্রেম করি
বয়সে ছোট আমার পছন্দ।
তারুণ্য
ছোট ছোট তারুণ্য প্রেম
(ধানক্ষেত,পাটক্ষেত,কুইশ্যাল ক্ষেত)
বন্ধুরা,আমি
মাগী খায়
বয়স মানি না
যা পায় তা খায়
এখানে যায়
ওখানে যায়
যেতেই হয়
মানি না কোন প্রেসক্রিপশন
মানি না কোন এক্সপ্রেশন।
ঠিক আছি।একদম।
ভেবো না,
বন্ধুদের ছুঁড়ে ফেলেছি!
তারা কষ্ট পায়
এরকমটাই করে
এরকমটাই বলে
“যা রটে তা কিছু না কিছু ঘটে “
বলেছি সেটাও।
বেয়াদব
গোঁয়াড়
অহংকারী
নিষ্ঠুর
পাথরের মতোন
বদমাশ
লাফাঙ্গা
লবণখোর—আমি, আমি কে?।
না ভেবেই বলতে পারি-এসব বন্ধুদের আয়োডিন।
ভেবো না
ভেবো না
ঠিক আছি-একদম
(দম লাগিয়ে দৌড়ায় দৌড়ায় কষ্ট পেয়ো না)
শুধু শুধু
কষ্ট পেয়ে পেয়ে তারা
আমার তৈরি করা
ব্লুহোয়েল দেখছে!



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেয়াদবির সব কিছুইতো ফুটে উঠেছে।

চুমা নে

চুমা খা ................................এগুলো বাদ গেল কেন ?


হা. হা. হা.................................................................

০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

তাওিহদ অিদ্র বলেছেন:
চুমা খা..নে এগুলান এখন ডকইর্য়াড :) :) শব্দ শব্দ শা* শাঁ

২| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: বেশ।

০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ :) ভালথাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.