![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় বড় পন্ডিতরা ছোট জায়গায় ধরা খায়…।
প্রেমিকারা কোনকালে কনডম কিনতে যেতে পারেনি।পিল- তাদের রুচিসম্মত অধিকার-হয়ত তাও নয়।ফাঁকেফোঁকে লুকিয়ে সুকিয়ে কিনত।
দোকানিরা ঠাট্টা করত।কথায় কথায় ঠাট্টাচ্ছলে লগারিদমের নাম জানার চেষ্টা করত!
আজকাল দোকানি ছেলেটাও প্রেমিকাদের জিজ্ঞাসা করে না- কনডম লাগবে কিনা?
পিল এখন পুরনোবস্তু।
প্রেমিকারা ইদানিং জাঙ্গিয়া বিক্রি করছে।যা এতোকাল শুধু প্রেমিকের অধিকার ছিল!
প্রেমিকারা ব্রা-পেন্টির দোকান চালায়। প্রেমিকরা রঙ দেখে বেছে নেয়।
প্রেমিকরা সবসময় আশা করে প্রেমিকারা তাদের উপরে উঠুক।
২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬
তাওিহদ অিদ্র বলেছেন: দুটোর মনোজাগতিক ভাবনাটা দুইরকম।এইরকম সাজেশনে কমন ইনটেনশন একই রকম হয়না।মতামতের বিউটি হলো একটা জাগায় স্থির থাকা ........ধন্যবাদ।
২| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ইন্টারে পড়ার সময় তাওহীদ(তৌহিদ) নামে একটা ছেলে আমাদের সাথে পড়ত (জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজ)।
ব্লগে আপনাকে দেখলে তার কথা মনে পড়ে অথচ তাঁর সাথে আমার ১/২ টার বেশি বাক্য বিনিময় হয়নি।
যদিও বাস্তব কোন নাম ব্লগে দেখলে তাকে আপনভাবা হাস্যকর।
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
তাওিহদ অিদ্র বলেছেন: দেশে কত কতো তৌহিদ আছে,সবাইকে আপনার আপন লাগা উচিত। আপন পর ডিফাইন করার কোন দরকার নেই,ব্লগে তাকে আপন ভাববেন না পর ভাববেন নাকি কিছুই ভাববেন না তা নির্ভর করে যার যার নিজো নিজো ভাবনার উপর।আমরা আদতে কেউ কাউকে চিনি না তবু চিনি নানা বিশ্বের ছড়িয়ে থাকা নানা মানুষকে।কেন চিনি? এটুকুন ভাবলেই হয়।মূলত মানুষ একা। ধন্যবাদ।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষ পর্যন্ত মানুষ একা এটাই চরম সত্য ( জন্মতেও একা, মৃত্যুতেও একা, মরনের পরও একা)।
তবুও ব্লগে এই যে পরিচয়, কথপোকথন, শৃজনশীলতা-নাগরিক ও ব্যস্ত জীবনে(এই ভাললাগার) মূল্যও কম নয়।
ভাল থাকুন।
২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩
তাওিহদ অিদ্র বলেছেন: তাহলে কেন বিশ্বাস করলেন মানুষ মূলত একা?..........বিশ্বাস লাড়াচাড়া করুন,লাড়াচাড়াউ বিশ্বাস বড় হয় শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: শহরের নালা নর্দমায় বেশুমার কনডম ভেসে যায়
অথচ ভিক্ষুক ভিক্ষা পায়না।