![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাণী
(সখী-তুমি বড় মৌমাছি)
বাঁশি শুনে তোমার মুক্তিকামী নর্তকীরা নাচে
বলতো নর্তকী? নাচের জন্মলগ্ন,
নাচের ভাষা কি ও কেমন।
পাঠপত্র সেদ্ধ করার আগে বুঝেনিও – আঙুলের ভাষা পাঁচরকম।
জলসার আসরে বাঁশিবাজায় তোমাদের সাধু প্রতিরাত
(মুদ্রার ভাষা কখনো মুখ্য নয়)
অন্ধকার রাতে সকল শিল্প:প্রস্ফুটিত হয়,বাড়ে।
দেখানো ইশারায় শিল্পের মধু খেতে চাওতো
রাজার মৌচাক নাড়ো…।
দেখবে কতো বুলবুল কতো হরপ্পা কতো চন্দ্রকেতু
তোমার ঠোঁটে কতো লাল স্বর্গ।
কেজুর নূপুর মেঘডম্বুর সাজায় দেব তোমায় উত্তম মতোন
তোমার নাচের মুদ্রায় কতজন পিপলকে জব্দ করতে পার দেখি?
এমাঠ শুধু তোমারই জলসা
(বঙ্গদেশ এক পান্থশালা … কতো কামআউট হয়)
বীভস্য: উচ্চাঙ্গনৃত্য!
সুর অনুকরণ, সদ্ভাব অনুকরণ, রসোদ্দীপক অনুকরণ
তবে কি সখী তোমার দেখানো পথে তোমার রাণীরাও নাচবে সকল দর্শককে নাকি করে নাচাবে
তোমরা কেবলই কি সিনেমার সেই সখীর দল
হুর হুর ঢেউ নিয়ে ঢাল থেকে বেয়ে আসো।
(”ধান ভানতে শিবের গান”)
সারা শরীর ঝংকৃত করতে করতে তোমাদের কি সারা বছরই অবসাদ?
ইতিহাসের অবসাদ? এই যে চাতুর্যতা--এই
ভাষা,অলংকার,আঙুলের ব্যবহার সবটাই বিশুদ্ধতা-
অতিন্দ্রীয় চেতনার কুপ্রভাব?
সখী তারে বলো –রাণী, তোমার রাজার কোনদিকে বাতিক ছিলো?
দীঘিতে ভাসছে ইতিহাসের ছানাপোনা
স্নেহে-ঈর্ষায় এসো, থালার খাবার খেয়ে যাও
জলে পাক খেয়ে খেয়ে নাচো ঘূর্ণন করো একটানা…কয়েকটা টার্ম
নাচের মাতম শেষ হলে গলায় পরাও নজরানা।
লালায়িত অঙ্গভঙ্গির রাজকীয় শোভা।
সখী তোমার
ইতিহাসের তপভঙ্গো করছে তোমারই দেবসভা।
২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩
তাওিহদ অিদ্র বলেছেন: হাসি................হাসি এভাবে ও হাসা যায় ধন্যবাধ।আপনার মুখটা লাল হয়ে আছে কেন?
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো হয়েছে কবিতা ।