![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিতামাতারা হারিয়ে ফেলেছিল বাঁশের খোল,মাটির খোল
সেই সাথে পাঁচ পয়সার সিকি
কালের ভ্রমে -সিকি পয়সাও ভালবাসা; মুরোদগিরি।
লজেন্স দেখলে ঠোঁট ভিজে যায়,চোখ উচ্ছল হয়;
এখনো হয়!
অর্থনীতিবিদরা বকাঝকা করতে পারেন-পাঁচ টাকাও কয়েন
মুদ্রার নানানকিসিম খেলা।
আমাদের নানা-নানীরা,খালারা, পিতামাতারা এখনো পাঁচপয়সার আদর দিয়ে যান
তারা খুচরা পয়সা খুব ভালবাসতেন।
সিন্দুকে জায়গা হয়নি পাপের টাকার
তারা ভাত খেয়েছে থালা ভরে তিনবেলা ভাত,নানা ঘাসকে শাক ভেবে পার করেছে সংসারের যাবতীয় অভিমান—
ঘাসকে ভালবেসে কেঁদেছে পুত্রশোকের সমান।
মরে গিয়ে তারা একদিন ঘাস হয়ে পৃথিবীতে আসে
খুচরা পয়সার মতোন ভালবেসে।
তাদের মতোন আমরাও হারিয়েছে বাঁশের বন,শনের বন,ডালভাঙা পাখির কুজন
সিকি পয়সার উম।
চক্ষে আসে মমি,মানবের গ্লানি
হৃদয়ে আসে চন্দ্রপাহাড় কন্কাবতী,কোন গভীর বনে হারিয়ে যাওয়া রুপসি বোনটি
আমাদের সকল ভালবাসা পাপতাপ বিষাদ শোক প্রেমাস্পদতা সবই সিকি পয়সার।
যদি কেউ খুচরা পয়সা বলে গালি দেয়;তখন আমাদের লাগে না--
কেবল খুচরা পয়সার নদীর দিকে তাকায় থাকি
নিয়মের যাওয়া আসা,উদয়াস্ত আকাশ তাকায় থাকি
নক্ষত্র ও একদিন ঝরে যায় প্রিয়তমো পিতামাতার মতোন
ভালবাসার মুদ্রাস্ফীতি,রির্জাভ নাই বা থাকতে পারে
তুব সিকি পয়সার ভালবাসা আছে
ঘনউমের মতোন বিস্তারে তোমাকে চাই।
২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। শীর্তাত হিসাবে আমার ওম দেবার ক্ষমতা নাই।ভাল থাকুন।
২| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২
গঢভবণণ বলেছেন: https://youtu.be/b3fb-eiMoAE
আপনি কি File এর সাইজ ছোট করতে চাচ্ছেন? File এর সাইজ ছোট করুন এছারাও যেকোন কিছু Installer File তৈরি করুন মাএ দুই মিনিটে। WinRAR Software এর মাধ্যমে। যা আপনাকে দেবে Resolution ঠিক রেখে যে কোনো File ছোট করে Installer File তৈরি করতে পাবেন এই টেকনিকের মাধ্যমে খুব সহজ ভাবে। আরও জানতে এই লিংকে ক্লিক করুন:- https://youtu.be/b3fb-eiMoAE
২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
তাওিহদ অিদ্র বলেছেন: যাক আমার সাইজটাও ছোট করে দিয়েন ধন্যবাদ।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাড়াহূড়োয় বুঝতে পারিনি, তবে এটুকূ বুঝতে পেরেছি ভাল কিছু হয়েছে।
২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯
তাওিহদ অিদ্র বলেছেন: তাড়াহুড়ো থাকলে আবার পড়ুন ধীরে ধীরে.............তাড়াহুড়ো আমার ছিল ধন্যবাদ।শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ।
শীতে ওম ওম এর মতই মজার হয়েছে কব্য খানি।