নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

একটা মনভাঙা ছবি দেখে...

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭



কোনদিন কম্বলের নিচে উলঙ্গ হয়ে ঘুমায়নি
ঘুমানেরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
হলুদ ল্যাম্পপোস্টের নিচে পাগলি প্রেমিকা;যে প্রেমিক পলায় গেছে জীবনের হাটে
সূর্যর দিকে পেট উঁচু করে ধরে
নেমে আসবে গোপন প্রেমিক!
যে কিনা সীমাহীন পাগলামি করতে করতে মা মা বলে ডাকবে
পথিক যেতে যেতে প্রেম লুটবে মজা লুটবে
হেসে পৃথিবীর প্রান্তর দিকে দৌড়ে যাবে।চিরদিনের মহাকালে আড়াল হয়ে যাবে।
পাগলির হাসি কেবলি হাসি; গান কেবলি গান
পাগলির পেট আছে দুধ আছে যোনি আছে
ধাইহরিণীর মতোন একখান চঞ্চলা জীবন; মাংস নড়ে উঠলেই উতলা ভাতের মতোন হাসে
তবু কোন কালে স্বাদে আহ্লাদে পুড়ে যায় যৌবন;স্নায়ুক্রিয়া
পাগলের নানাবিধ কারণ জেনে পাগলি হয়েছে বিগত কুড়মুড়ে
কখন যে ঝুলে গেছে স্তন
ধ্বসে গেছে আঁশটে যোনি
পাগলি— অভিধান পলায় গেছে বাম বুকের হাড় থেকে
মাতৃত্ব জানে প্রকৃতি পাঠ তাকে দিয়েছে অজস্র হাসি;এক হেমন্ত বিল
ফসলের হাসি
কেবলই হাসি;সুগভীর সমুদ্দুর
ঘুরে বেড়ায় অজানা রহস্যেউদ্ধারে মহাব্যস্তসম আকাঙ্খার জ্বরে
যেদিন রক্তছিন্ন করে বেরিয়ে আসবে প্রমিথিউস আগুন নিয়ে
বটের তলে বাঁশি বাজাবে অন্যকোন প্রেমিক!
প্রেমিকের ভারে ভারবহন করে না প্রেমিকা
তার আপনাহাসিই তারে প্রজ্ঞা করেছে সাধিছে জগত হাসির সুবিস্তার
সুডৌল ছন্দে নাড়িয়ে দিয়ে গেছে পথ;সুদীর্ঘ রাত নক্ষত্র চাঁদ গ্যালাক্সির ঘূর্ণন
আপনাবৈরি।
লাইব্রেরীপাঠ ছেড়ে এইযে একলা পথ একলা হাসি
মা-সন্তানসম অনুরণন তারে প্রেম বলে আস্পর্ধা করে ডাকি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিত্য বাস্তবতার এক দারুন দৃশ্যকল্প অনুভবের গভীরে তুলে আনা প্রাজ্ঞ ভাবের মেলা

+++

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০০

তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচ্ছা।ভাল থাকুন।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

তপোবণ বলেছেন: একটু যেন বুঝা গেল, অনেকটুকু বুঝা হলোনা। খানিকটুকু কল্পনায় মিলিয়ে নিতে চেষ্টায় ব্রত।

ধন্যবাদ কবি পাঠককে কল্পনায় ভাসানোর জন্য।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০০

তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচ্ছা ।ভালথাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.