নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

টোস্ট বিস্কুট ও ক্রিকেট.....

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪




নাজমুল হাসান পাপন-বিনা কনটেস্টে তিনি প্রেসিডেন্ট! একজন প্রার্থীও যাতে আসতে না পারে সে ব্যবস্থায় এমন একটা সিচুয়েশন তৈরি করলেন আদালতের মাধ্যমে।পরে বললেন, আমার ইচ্ছা ছিলনা সবাই এমনভাবে ধরল সভাপতি আমাকে হতেই হলো।বোর্ড পরিচালকরা আমাকে ছাড়লো না!!
খালেদ মাসুদ পাইলট বলেছেন, “ক্রিকেটের যারা সুহৃদ তারা ক্রিকেটে থাকতে পারছেন না”।তিনি আশংকার কথা বলেছেন।তার কথায় বলা যায় আজকাল বিসিবি বোর্ড কর্তারা রাস্তাঘাটে পাওয়া যায় যেহেতু ব্যবসায়ী রাজনীতির লেবাস থাকলে এসব এমনিই পাওয়া যায়!

বিপিএল টি-টুয়েন্টিতে তামিম ইকবাল পিচ আর কিউরেটর নিয়ে মন্তব্য করেছেন বলে তাকে জরিমানা করা হয়েছে! অথচ মাশরাফি,ম্যককালামও পিচ নিয়ে কথা বলেছেন।অথচ শাস্তি দেয়া হলো তামিমকে! তামিমের কথার সূত্রধরে বিসিবি কিউরেটরদের প্রশিক্ষণের জন্য বিদেশী কাউকে ভাবছেন।তার মানে হলো তামিম ঠিক ছিলো।তাছাড়া পিচ নিয়ে কথা বললেতো কিউরেটরের কথা এসে যায়।পিচ বানায় কিউরেটর,মাঠ দেখাশুনা করার ও দায়িত্ব তার।পিচ তো আর সভাপতি বানান না।অথচ তিনি বলছেন তামিম যা বলেছেন সেটা ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছে!এইজন্যই তো তামিম একজন হয়।আপনার মতোন সভাপতি বা কর্তারা ডেইলি পোস্টের মতোন আসে আর যাবে।একজন তামিম যেহেতু তৈরি করার মুরোদ আপনার বা আপনাদের নাই সো তাদের নিয়ে এইরকম অনায্য বিচার করার ক্ষমতা ও আপনাদের নাই।

একজন এমপি শপথ নেয় তিনি কোন লাভজনক পদে থাকতে পারেননা।তো আপনি এমপি হয়েইতো বেক্মিমকোর পরিচালক হয়েই আছেন!আসলে যা ইচ্ছা তাই করবেন আর প্রধানমন্ত্রীর নাম বেচবেন এইটা আপনাদের অভ্যাস হয়ে গেছে।

বাংলাদেশের ক্রিকেটে গত ১০ বছরে কোন কিছুই হয়নি।আন্ডার এজ ক্রিকেট আর আঞ্চলিক অবকাঠামো নাই যা আছে তা খুবই নিম্নমানের।অনুর্ধ্ব দলগুলোর পারফরমেন্স খুবই খারাপ। ক্রিকেট মানে ৫০-১০০ জন খেলোয়াড়ের নাম না,দু-তিনটা স্টেডিয়াম না!!একটা পাড়ার মানের বিপিএল আয়োজন করা না!! সামান্য পেসবোলারদের একটা শক্তিশালী ইউনিট করতে পারেন নি।পেস বোলার সহায়ক কোন উইকেট তৈরি করতে পারেননি। লোকাল কোচদের কোন প্রশিক্ষণ দেয়ার মতোন একটা স্কুলিং তৈরি করতে পারেননি। ক্রিকেটকে পেশায় নেয়ার মতোন সাহস খুব একটা কারো নাই মুষ্টিমেয় কিছু ক্রিকেটার ছাড়া।অথচ আপনাদের গলার স্বর শুনলে মনে হয় মহাত্মা!

নাজমুল হাসান ও দু-চারজন বোর্ড পরিচালকের উচিত দ্রুতই পদত্যাগ করা।যেকারণে ক্রিকেটের স্বার্থচিন্তা করে যা ইচ্ছে তা করছেন ঠিক ক্রিকেটের স্বার্থেই আপনাদেরও উচিত ওইসব পদ থেকে দ্রুত পদত্যাগ করে চলে যাওয়া।ক্রিকেটনিয়ে জাতীয়তাবাদের খেলা শুরু করেছেন আবার ক্রিকেটকে নিয়ে নিজেদের অনারিবল পার্সন করে তুলছেন।দেশের বেশিরভাগ তরুণ যেহেতু বেকার তাই ক্রিকেট দেখা ছাড়াতো উপায় থাকেনা!সে হিসাবে ব্যবসা,জাতীয়তাবাদ সব প্যাকেজ আকারে চলছে।আহা শীতের সকালে চা দিয়ে টোস্ট বিস্কুট খাচ্ছি!!




















মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪

কামরুননাহার কলি বলেছেন: একবার সোনার ডিম পাড়া হাস পায় সে কি আর তাকে পানিতে ছাড়তে চায়।

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

তাওিহদ অিদ্র বলেছেন: একদম.............।শুভেচ্ছা মতামতে আসার জন্যে............

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪

বিজন রয় বলেছেন: যেহেতু দেশটা পাপনদের।

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

তাওিহদ অিদ্র বলেছেন: দেশটা মানুষের...... অন্যায়কারীদের নয়।ধন্যবাদ ও শুভেচ্ছা

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাল টিভি ইন্টারভীউতে তার এটিচ্যুড দেখৈ অবাক হয়েছিলাম!

আপনার পোষ্টে বিবাদ ভঞ্জন হইল :)

সত্য কথা সবার বলা দরকার, অথচ কেউ বলছে না।
আমরা পিছীয়ে পড়ছি- শুধু ক্রিকেটে নয় জাতীগতভাবেই!

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭

তাওিহদ অিদ্র বলেছেন: হুম একদম.............শুভেচ্ছা ।মতামতের জন্য আবারো :)

৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: সহমত।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.