![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#সুখ..//
সুখি হাওয়ার জন্য নদীর কাছে গেলাম।আমাদের চোখ বড়ো মিথ্যেবাদী।নদীর ঘোরতর অসুখ।ডানে বায়ে অসুখ।উপরেও অসুখ।
মানুষ মূলতঃঅসুখ।
আমাদের আর সুখ হাওয়া হলো না।
#স্পীচ অব বঙ্গবন্ধু..//
রাগান্বিত স্বরে তিনি বললেন,আমি পেয়েছি একটা চোরের খনি।বঙ্গবন্ধুর মুরীদরা এ বিষয়ে মৃত্যুনীরবতা পালন করছে!
#মাছ..//
মাছের মাথায় ভ্রমণের পঞ্জিকা আঁকা থাকে।মাছ হতে না পারা আমার ব্যর্থতা।
#পিছু হটা..//
উপরে উঠার যতো পাঁয়তারা করছি,দেবে যাচ্ছে পা।খুব ছোট,ছোট হয়ে যাচ্ছি।সম্ভবত আমারে খাবে লাল ডেঁইয়া।
#জল..//
দুইটা নৌকা।পাশাপাশি।যেন মা’র দুইখানা শাড়ি।ভাসছে।
#ব্যর্থতা..//
পানির কাছে জল ডুবে না।জলের কাছে পানি।
#মিছিল..//
কাউরে চুমু খাবো না।কারো যৌনাঙ্গে মুখ দেব না।বউ-স্ত্রী-সন্তান ন্যাক্কারজনক অনন্ত আয়োজন।
#স্বীকার..
আদিবাসী-চারবর্ণা।ইনডিজেনাস।উপজাতি।পাহাড়ী।
ক্যু..
কূ..দের প্রবৃত্তি।
#যেমনটা মনে হয়..//
তানিয়া তারাকোভা।রাশান প্রেমিকা।
মিশরীয়ান।মেক্সিকান।
কোন লাইবেরিয়ান।
সব নারীদের কিছুটা মা
কিছুটা বোন
কিছুটা প্রেমিকা
যৌথতার সমগ্রনামা।
১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।শুভেচ্ছা ।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮
সাইন বোর্ড বলেছেন: ভাল প্রয়াস ।
১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।