নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

এক শিক্ষকের শিশুসুলভ শিক্ষাধারণা দেখে…………>>

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২




আমাদের তথাকথিত শিল্পীরা যে আর্টরে নিয়া ব্যবসা করতে চান মানে দু-চারটাকা রোজগার করতে চান মূলত তারাই আর্টকে শ্রেণীতে পাঠমুখী করার অন্তর্ভূক্তকরণের জন্য উঠেপড়ে লাগছেন এবং সফল হয়েছেন। তারা মনে করছেন এইরকম করলে একটা বিশাল শিক্ষিত শ্রেণী,মানসম্পন্ন সাংস্কৃতিক শ্রেণীর একটা কর্মঠ জাতি পাওয়া যাবে।দেশে জঙ্গিবাদ,ঘুষখোর এর মতোন শ্রেণী কমে আসবে! কিন্তু কিছু্ হয়নি কেন হয়নি সেটা বুঝে নেবেন। তবু বলছি ,এই কাজটা তথাকথিত শিল্পীরা করেছেন।আপনি শিক্ষক বা শিক্ষিকারা করেননি।আচ্ছা কেন মনে করেন মাঠমুখি শিক্ষাকে বইয়ে রাখতে হবে?পরীক্ষা নিতে হবে?....অতো ডিপলি ভাবেননি। শুধু ভেবেছেন মেরে দিছেন!জাস্ট আবেগের বশে অথবা প্রভাবিত হয়ে কাউমাউ করতেছেন।শিক্ষাব্যবস্থা,ব্যবস্থাপনা,শিক্ষকের ভূমিকা আর এ্যপ্লিকেশনসে যে কি গোজামিল আছে সেবিষয়ে কেউ ভাবেননি।বাংলার প্রতিটি শিক্ষার্থী হবে একেকটা প্যাকেজ।বহুমুখী শিক্ষায় শিক্ষিত। তারা সব জানবেন। বহুপ্রতিভার অধিকারী হবেন। বহুমুত্রিয়া প্রতিভা বা ডায়বেটিস প্রতিভা আকারে গড়ে তুলতে চাচ্ছেন!

এক একজন শিক্ষার্থী হবে কিছুটা প্লেটো,কিছুটা আইস্টিইন,কিছুটা ব্যাবেজ,কিছুটা সুলতান,কিছুটা ওয়ের্স্টাণ খামারি,কিছুটা আজাদ,কিছুটা চৌরাশিয়া,কিছুটা রবীন্দ্র,কিছুটা গ্রান্ডমুফতির… প্যাকেজ।ওয়াও !!! কি দারুণ বাংলার শিক্ষা শিক্ষাব্যবস্থাপনা ও শিক্ষকের ধারণা !!ওয়াও!!

তাইতো আজ মাঠমুখী কর্মমুখী শিক্ষা নিয়ে শিক্ষাস্থানে কি হচ্ছে তা জানেন না নিশ্চয় মহা পন্ডিত শিক্ষক!নাচ গান চিত্রকলা কৃষি গার্হস্থ্য আইসিটি বিজ্ঞানের ল্যাবরোটরি না থাকা স্বত্তেও অলিম্পিয়াডের মতোন ইভেন্ট আবিষ্কার করাই আজকাল শিক্ষকদের গোষ্ঠী প্রভাবিত ও টেকনিক সমৃদ্ধ বিশেষজ্ঞদের মায়াকান্না দেখতে দেখতে হয়রান হয়ে যাচ্ছি! অর্থাৎ কোন কিছুকে মূল্যায়ন না করে জানেন যে কখনো মূল্য বুঝবেন না তারপরও সেটা করার জন্য যখন হা হা করেন তখন খুব মায়া হয় আপনাদের প্রতি।মুখস্থ করে যখন আইসিটি পরীক্ষা দিচ্ছেন, জমি না থাকা স্বত্ত্বেও কৃষি পড়াচ্ছেন,পিঠা-পুলি রান্না করে খাবার তৈরি করবার জন্য মেয়েদের তৈরি করছেন ঘরেবব্ধ গার্হস্থ্য শিক্ষা,চিত্রকলার নামে যখন দোকানের ইভেন্ট শিখাচ্ছেন,স্কুলে স্কুলে ল্যবরোটরি নেই শেখানোর বোধই যাদের নেই তারা বিজ্ঞান পড়াচ্ছেন, গণিতের কতো ফর্মূলা আছ যার যার পছন্দের ফর্মূলাতে না মিললে শিক্ষার্থীল পোদে আঙুল দিচ্ছেন তারাই আবার গণিত অল্পিয়াড় নাচাচ্ছেন!! ওয়াও ওয়াও! ওহ্ নাচ গান সববিষয়ে প্যাকেজ শিক্ষা দিচ্ছেন এইরকম অসাধারণ শিক্ষাজীবন নিয়ে বাংলার শিক্ষার্থীরা আপনাদের মাধ্যমে রোল মডেল হবেন!বিশ্ব নাচাবেন।বাকি বিশ্ব দেখবে। মাথা উঁচু করে দাঁড়াবে!!



আবারো বলছি, বাংলাদেশের শিক্ষার উদ্দেশ্য……….
এখানে এক একজন শিক্ষার্থী হবেন কিছুটা প্লেটো,কিছুটা আইস্টাইন,কিছুটা ব্যাবেজ,কিছুটা সুলতান,কিছুটা ওয়ের্স্টাণ খামারি,কিছুটা আজাদ,কিছুটা চৌরাশিয়া,কিছুটা রবীন্দ্র,কিছুটা সোর্য়াজনিগার,কিছুটা গ্রান্ডমুফতির… প্যাকেজ।ওয়াও !!! কি অসাধারণ !!!!

খুশি…ঘুমায়তে যান।ঘুম এক বিশাল ঔষুধ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনার পড়ালেখা কি "এডুকেশন" এর উপর? এডুকেশনের উপর আপনার রিসার্চ আছে?

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২০

তাওিহদ অিদ্র বলেছেন: খুব দরকার কি? রিসার্চ দিয়া কি করবেন? ........ কোন কথা থাকলে মন খুলে লিখুন।ক্রিটিক করতে হলে শিল্পসম্মত ক্রিটিক করুন।যা কোন ভাবে ব্যক্তির ভেতর না আসে.......... ধন্যবাদ।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ক্রিকেট খেলেন ঠিকই তবে বাউন্ডারী ঠিক থাকেনা।

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

তাওিহদ অিদ্র বলেছেন: আমার কাজ নিজে ভাবা নয়,অন্যকে ভাবতে বাধ্যকরা। আমি টাচ দিই......বাকিরা যাতে স্পর্শটা বুঝতে পারে ।ধন্যবাদ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনি এডুকেশন নিয়ে লিখছেন, লেখায় কিছু নেই, তাই কারণ মিলিয়ে দেখার জন্য, জানতে চেয়েছিলাম

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

তাওিহদ অিদ্র বলেছেন: কারণ স্পষ্ট করার কিছু নেই।একেবারে সামান্যই যা আপনার বোধের পাশে উড়ছে।এইজন্য এডুকেশনকে খোঁচাও দিই না,কারণও বলি না।শুধু স্পর্শ দিয়ে যায় :) ধন্যবাদ।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: প‌্যাকেজ কনসেপ্টে দারুন তুলৈ ধরেছেন বাস্তবতাকে!
সমস্যা হলো তাদের শাথার আশপাশ দিয়ে যে উড়ে যাবে!

বামের কামেতো শক্ষির ত্রাহি মধূসুদন হাল!!!!!!! লাখো কোটি শিক্ষার্থীদের জীবন নিয়ে চলছে ছিনিমিনি খেলা!
দায় কেউ নিচ্ছে না! বলি হচ্ছে অযুত নিযুত প্রতিভা!

পোষ্ট স্পর্শ করে গেল!

++++

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫

তাওিহদ অিদ্র বলেছেন: একদম :) স্রেফ এটাই বুঝাতে চেয়েছি। ধন্যবাদ। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.