![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইস কি যে হয়েছে দেশের,মানুষগুলো কেমন কেমন হয়ে গেছে
এমনটাভাবা আরেকমানুষদের রোজকার নামতা পড়ার মতোন হয়েগেছে।
এখানে ওখানে নানান মাঠে বিকালে নানান জায়গায় মানুষের ছোটাছুটি দেখলেই প্রশ্নটা ধুম করে বারি মেরে যায়।
দেখেন তো মানুষগুলারে কি দারুণ খেলছে হাসছে রসিকতা করছে
কতো ফুর্তি।অথচ সেই ম্লানমুখগুলারে যদি এখানে আনতে পারতাম
যারা সকাল থেকে গভীর রাতঅব্দি দস্যুতা করছে শব্দের নানান প্রয়োগ নিয়ে
এ ঠিক করে নাই,ও ঠিক করছে।
ও আরেকটু এভাবে বললে ভালো হতো, ওরতো উচিত ছিল এইভাবে করার বলার ভাবার দেখবার
এইরকম নানান ভান্ডারিতে কাহিল হয়ে যাচ্ছে নিজেদের সকাল থেকে গভীর রাত।
মাটি সকল কিছুর ত্রাতা অথচ তার কোন ভাষা নাই ভাষার জটিলতা নাই প্রয়োগ নিয়ে মানুষের মতোন কোন বাড়াবাড়ি নাই
দীঘি বৃক্ষ কারো কোন কথা নাই
শুধু চেয়ে চেয়ে থাকা আর সুন্দরের নীরবতা বিলানো ছাড়া!
সীমের ডগা যখন নেড়ে উঠে
ঘাসের চিকন মাথায় যখন নেচে উঠে উজ্জ্বল আলো
পাখি উড়ার সময় যেমন কেঁপে উঠে ডাল
তেমন তেমন লাগে।
এই দেখো ফেলে যাওয়া বোতল,চিপসের প্যাকেট
ওরা বলাবলি করছে
শেষ পর্যন্ত আমরাও রাজনীতির খেল!
মানুষের এতোটা রাজনীতি প্রবণতা একটা অসুখ
তারপরও নতুন গজে উঠা আবাসিক এলাকার ঘাস বেশ লাগে
নিজেই কখন পুষ্টিমাত্রা অতিক্রম করে যায়
জাতিসংঘ স্বীকৃতি ছাড়াই।
পশুর ছোটবড় দল ঘাস খেয়ে যাচ্ছে কি সুন্দর
নিরীহ পশু হিসাবে মানুষের অমন কীর্তি বেশুমার লাগে।
ডেইরী মোড়ে গেলে হিসাব মিলাতে পারি না কতো দুধ আমার চাই?
গতকাল পাড়ার দুইডা ছেলে মারা গেছে
গতকাল একটা গ্রাস করে নিছে
গতকাল একটা নদী লুট হয়ে গেছে
গতকাল আকাশে বিধ্বস্ত হয়েছে বিমান
গতকাল এমন ঘটনা আফ্রিকা আমেরিকা ইউরোপ অস্ট্রেশিয়ায় ঘটে গেছে
গতকাল যারা যারা ভেজাল দিয়েছে খাবারে
পুকুরে বিষ দিয়েছে
ফ্যক্টরিগুলো ঢেলে দিচ্ছে সব রঙিন বিলাপ
সবইতো গতকাল।
আগামীকাল কি হবে সেটা তারাই বলতে পারে মানুষ হিসাবে যাদের আছে নিঃস্ব অতীত
ও নিকট আসি আসি ভবিষ্যত।
শুধু ক্রন্দনের ধ্বনি এ ও ণ ঢ ৎ ঋ দ ক
প্রকাশ বন্ধ করে ওই নির্মল মাঠে ছুটে যায়
ভ্রমিত হই
সামান্যতার ভেতর প্রথমপ্রেমময় ভাবালুতার ভেতর
এরপর আর কিছুরে কিছু মনে হয় না
নিজেরে অপররেও না
একখান মাঠ যারে ছাড়া ,যারে ছাইড়া আসছি আগামীবারের আগে।
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।একদম তাই।শুভেচ্ছা।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১০
তারেক_মাহমুদ বলেছেন: খুবই এলোমেলো
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৮
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।একদম তাই।শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখুন।