![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম//
নিষেধ উৎপাদন করি।
এখানে দেয়াল লিখন নিষেধ।
এখানে প্রস্রাব করা নিষেধ।
এখানে কথা বলা নিষেধ।
এখানে মোমবাতি জ্বালানো নিষেধ।
এখানে দাঁড়ানো নিষেধ।
এখানে প্রবেশ নিষেধ।
এখানে চুমু খাওয়া নিষেধ।
এইখানে থামুন।
আপনারা
কুম্ভকর্ণ চেনেন?
ব্যাঙ?
ওদের দীর্ঘ নিদ্রা বেশচমকপ্রদ!
”ঘুমাও তুমি ঘুমাও গো জান ঘুমাও আমার কোলে”-খালেদ গায়।
অথচ জেগে থাকা,
জেগে থাকার নাম অপরাধ।
সবাইরে ঘুমানোর ডাক দিতেছি।
আসুন
ঘুমাই।
চব্বিশ ঘন্টা ঘুমাই।
বছর বছর টানা ঘুমাই।
আসুন
ঘুমাই।
মৃত্যুর সমান ঘুমাই।
জলপাই //
খ্যাপ মারতে গেছিলাম খালের পাড়।জলপাই গাছখান খুব একটা বড়ো আছিলো না।একলাফ দিলেই চূড়ায় উঠা যায়।খ্যাপ মারলে টাকা আসে।আমরা আনতাম আনন্দভাড়।জলপাই গাছ লবণপানিতে মারা গেছে,একদমই লোনাপানি সইতে পারে না।যেমনডা ভাইঙ্গাগেছে ভাড়খান।জলপাই কেউ খালপাড়ে লাগায় না।আমরা লাগাইছিলাম।খালে লইয়া গেছে বহুকাল আগে।জলপাই বললে কিসের জানি একখান গন্ধ টেরপাই।জলপাই বললে অনেকে ভয় পায়।জলপাই ভাষায় জায়তুন গান গায়।ন্যাংটো কালে জলপাই কালারের জ্যাকেট প্রিয়আছিল যা কিনতে পারি নাই।আইজ বাতাস কয়েকবার খ্যাপ মারতে গেছে।আমারে লয়ে যায় নাই।খ্যাপ মারতে ভীষণ ভাললাগে।মহা আনন্দভাড়।ধাক্কা দিয়ে যায়।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯
তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচ্ছা ও ভালবাসা..........
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: পড়লাম।