![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্য আর্থ..//
দূর্নীতি আর ধর্ম হলো প্রেম।বাকি সব পাপ।
নিরক্ষর//
সেই ব্যক্তি যিনি কিনা শিক্ষিত,জ্ঞানী ও বুদ্ধিমানদের সাথে রাখতে পারে।
জামালখান//
একটা ফোয়ারা।জায়ান্ট স্ক্রীণ।বায়ুদূষাণাক্রান্ত ফুটপাতের লাগোয়া সিমেন্টের বেঞ্চি।বিদ্যালয়ের দেয়ালে আধখানা ম্যুরাল।
আড়ালে রক্তের দাগ নিয়ে স্বাস্থ্যবার্তা দিয়ে যাচ্ছে।
ধার্মিক//
প্যান্টে আগে চেইন লাগানো থাকত।এখন বোতাম।এইটুকুন পরিবর্তন যারা এখনো মেনে নিতে পারেনি তারা ধার্মিক।
পার্থক্য//
তসবিহ হলো আঙুলের একদিক ব্যবহার।
নামতা বহুমুখী ব্যবহার।
পাপ//
লোকেরা পাপ বলতে বোঝে গোলাপী স্তন।ভারী কোমর।কোলের ওপর বসে থাকা।
প্রসঙ্গ//
শোক আর শক্তির বিরোধপূর্ণ দেয়ালের নাম জিহ্বা।
সমার্থক//
পাপের রাষ্ট্রে নাগরিক বরাবর অপরাধী।
যদি..//
বিয়ে করতেই হয় গায়ে হলুদ-সংসদভবন
সচিবালয়ে-বিবাহ অনুষ্ঠান
মধুচন্দ্রিমা-সাবমেরিন;
ভাড়া করতে চাই।
সু-হাগ//
হাগ করতে করতে সারারাত কয়েকটা মাংস বোতল খালি করে ফেললাম।
সাধারণ মেয়ে//
কন্ঠশুনে প্রায় মনে করতো আমি মদ্যপায়ী।সিগারেট খাই না।হেরোইন কুইন বিশেষ পছন্দ।তবে বিশ্বাস করতো আমি মাতাল হতে পারিনা!
মূল্যায়ন//
দুটোই ছিদ্র।তাদের আলাদা দুটো ভাষা আছে।
বাইক-চালক//
পেছনের পকেটে জোড়া কনডম রেখে গেলাম।
না-আক্ষেপ//
আমার চুমুর স্পর্শ এখনো ভুলতে পারেনি।কেউ কোনদিন আমার মতোন করে তাকে চুমু খাইনি।
মুঘলপতি//
যারা কিনা এক নারীকে দুবার চুম্বন করেনি।
©somewhere in net ltd.