নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

টুল-টেবিল (১৮ )

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮



দাহ //
ফাগুন ফর্সা রাতে খোয়া গেছে দীর্ঘশাস।সর্বগ্রাসী বোয়াল।কেমনে হাতায় তোর গতর।ছুঁলে..লেগে যায় বোলের ঘ্রাণ।শরীরখান বিরাট আমবাগান।উত্তাপে শ্বাসকষ্টে পরাণ পুইড়া যায়।
কাল দাহন।
দাহ।
দহন।
আকাশি উত্তাপে ডিম ভাজা করে খায়।

চিকেন সমগ্র //
১.
যা দেখি তাই চিকেন মনে হয়।
চিকেনপক্স হয়েছে!
মোরগ-মুরগি শব্দযুগল কেমন লিঙ্গবাদী লিঙ্গবাদী।
চিকেন – মানবতাবাদী তারউপ্রে নারীবাদী।
মূলত টাচ দিয়ে গেলো!

২.
ইচ্ছে হলে শাহজাহানে যায় না।শাহজাহান হওয়া দূর অস্ত।জাদুঘরে যায়।প্রত্নতাত্ত্বি।কাঁচঘরে সাজানো ইতিহাসের আড়াইল।
কাঁচের সামনে দাঁড়ালে ফ্রিজ আপ হয়ে যায়।
আবারো লোভে পরে চিকেন খেয়ে ফেললাম।
৩.
সপ্তায় একদিন।
মুসলিম সভ্যতায় খাবার পরিবেশন রীতিমতোন কালোত্তীর্ণ শিল্প।
প্রতিদিন খাওয়ার আগে তিনবেলা সেক্স করুন।
সুস্বাদূ মেজবানের মাংস।
দুই পিয়ার সাউন্ড বক্সের বীটে বীটে ঝরছে – পরিবেশনের সুবচন: নাক মুখ বীচির গন্ধ!
আবারো চিকেন খেয়ে ফেললাম।
৪.
বত্রিশতলা উঁচা।আরো উঁচা আতাগাছ।দরজা-জানালার গাছ।ডালে বসে ডাকছে বসন্ত বাউরি।সুর করে গাইছে
চি-কে-ন;চি-কে-ন
চি-কে-ন;চি-কে-ন
৫.
পুষ্টিমান বিশুদ্ধতার চেয়ে দামী ইন্টেরিয়র ডিজাইন।
আগে কাম তারপর সূত্র:
-চিকেন দিবো?
-চিকেন তো নিয়ে আসলাম।আপনি বরং ভেজিটেবল(দীর্ঘস্থায়ী) দেন।

(খাবার আগে পরে একটু জিরিয়ে নেয়া স্বাস্থ্যপ্রদ)
-চিকেন মাসালা টেস্ট করে দেখবেন?
- খ—চ—হ—ন—স
-মানে?
-আপনি দূরদর্শীদৃষ্টিতে দেখতে থাকুন।
(কতোক্ষণ পর)
-ওয়াই-ডি-টি-এফ-এক্স
-মানে?
-আগুন আগুন!
(আরো দীর্ঘনিরবতার পর)
-প্রতি প্লেটে আট পিস চিকেন পাবেন।
-ধরুণ,পলিথিনটা বকশিশ হিসাবে রাখুন।
৬.
বেহেশতে অবশ্যই যাবেন।
ডোন্ট মিস!
তারআগে চিকেন পানের খিলি চিবান।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: বাহ!

০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:২৫

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

২| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৮:৫০

সৈয়দ ইসলাম বলেছেন: বাহ!বললাম আমিও

০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:২০

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।ভালবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.