![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুল নয়।
ফুলাক্রান্তা।
ফুটন্ত ফুল।
ভেনাসের রঙ বেগুনী।
আধুনিকারা দ্রবিভূত পার্পল।
ওয়েবগ্রাম খুলে বসেছে লিমিটেড
এটুকুন আবদারে তারা খুশি।
সুখী হবার তাড়না ধিকধিক জ্বলছে।
রাষ্ট্র-বৈষম্য
সীমানা-সার্বভৌম নীতিকথা
খুটে খুটে খায় একদল ফুলাক্রান্তা।
পীড়িতরা –ফুল নয়।
জানতো?-পতাকা সেলাইয়ের ইতিহাস।
এ্যালবামে লেডিস প্রপস নামীয় কোনকিছু প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পায়নি।
ব-দ্বীপাদের অঞ্চল
ফুল নয়।
ফুলাক্রান্তা।
ফুটন্ত ফুল।
সুফিবাদে শারীরিক কসরত ও উত্তরণ
পাশে নিয়ো।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৮
তাওিহদ অিদ্র বলেছেন: মতামতে আসার জন্য ভালোবাসা..........ভালথাকুন।প্রত্যাশা।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।