নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

সমাজ প্রসঙ্গে সামাজিকরা কি ভাবে?তারা কেন সামাজিক?

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৩








১.আপনি সামাজিক?তার মানে আপনার কোন যোগ্যতা নাই।আপনি আছেন বলেই সামাজিক।গোয়ালের গরুরা আছে বলে সে ও সামাজিক।তারে কাউন্ট করা যায়,আপনাদের ও কাউন্ট করা যায়।যেমন-পশুপাখিরা ও সামাজিক।সামাজিকরা ও সামাজিক।

২.অসামাজিকরাই হলো বড় সামাজিক।সামাজিকদের দ্বারা সমাজের কোন উপকার হয় না।

৩.আসামাজিক হতে যোগ্যতা লাগে।অসামাজিকতা হলো হয়ে উঠার বিষয়।সামাজিকরা আপনারা চেষ্টা করেন না অসামাজিক হওয়ার দেখেন পারেন কিনা?সামাজিক হতে কোন যোগ্যতা লাগে না।

৪.যারা অসামাজিক তাদের দ্বারা কখনো সমাজের ক্ষতি হয়নি।সামাজিকরা বড়সড়ো ক্ষতিকারক সমাজের।

৫.সামাজিক ইতিহাসে সামাজিকদের কোন ইতিহাস নাই।অসামাজিকদের ইতিহাস হলো সামাজিকতার ইতিহাস।

৬.অসামাজিকরাই-সমাজ সংস্কারক।সামাজিকরা মূলত ব্যবহারজীবী।

৭.আপনারা সামাজিক।আপনাদের ভেঙে খান খান করে দেয়াই হলো অসামাজিকদের কাজ।

৮.অসামাজিকদের দেয়া জ্ঞান দ্বারা আপনারা সামাজিক হওয়ার চেষ্টা করেন।সেজন্য আপনাদের গণনার কাজে লাগে।হিসাবে লাগে।যেখানে লাগা আছে সেখানে সামাজিকদের লাগে।অসামাজিকরা লাগালাগি পোঁছে না।লাগা-লাগি তৈরি করে দিয়ে তারা সৃজন করে।

৯.সামাজিকরা অর্গান দ্বারা সামাজিক।অসামাজিকরা চিন্তার দ্বারা সামাজিক।







মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: বড় কঠিন কথা, মাথমুণ্ডু কিছুই বুঝি নাই।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৫

তাওিহদ অিদ্র বলেছেন: কারো বুঝানো আমার কাজ নয়।প্রশ্ন ছুঁড়ে দেয়া,ভাবতে বাধ্য করার একটা চেষ্টা মাত্র।
মতামত প্রদানের জন্য শুভেচ্ছা।

২| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: আপনি কি বুঝাতে চাচ্ছেন। সত্যি কথা বলি আমি একটুও বুঝি নাই।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮

তাওিহদ অিদ্র বলেছেন: অসামাজিকতা এবং সামাজিকতা।অসামাজিকতা-- এই শব্দটির ন্যাযতা কি কিরুপে আপনি ব্যবহার করবেন-সে বিষয়ে প্রশ্ন করা,ভাবতে বাধ্য করা।
সিম্পলি বিষয়।তাই ব্যখা করার জন্যই লিখিনি।
ভাববার জন্যই লিখছি।
ভাবনার জগতে হ্যামারিং করানোই লক্ষ্য ।

মতামতের জন্য শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.