নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

টেনশন লাগতেছে

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৫







১.
সেলোয়ারে ফিতা ছিলনা।
খায় ফেলাইছি তরমুজের ফালি।
জন্ডিস ফুটে আছে আকাশে।তারে হাসপাতাল মনে হতেছে।
বিড়ালের দল টিনের চালা দাবড়াই ফেলতেছে সঙ্গিনির লগ পাইবার লাইগা।
আরেকখান মরদবিড়াল চইলা আইলে যুদ্ধবাঁধি যায়।
রথীশ,
সঙ্গিনি তখন নিজের লগে লগে বুনন করতেছে
নতুন যোদ্ধার রণকৌলশ দেইখা দেইখা
সঙ্গমের কোন কোন কৌশলে তারে তৃপ্তি দেবে সেইরকম জোস চলতেছে তার বেডশিটের ফুলের ওপর।
লাল লাল উন্মুক্ত ফালি ফালি তরমুজ হাতে তুলে দেয়
রোদে রক্ত শুকায় গেলে যেরম দাগ হয়।
এখানে কাছে দূরে কেউ নাই,ঝিঁঝি ডাকতেছে,জোনাকি লন্ঠন জ্বালাইছে
ভরা আলোর দ্যাশে!
ক্যান নিস্তার থাকবে?
না হাওয়া না সমুদ্র; পশ্চিমকোণ থেকে পেঁচা উড়তেছে,বাঁদুর উড়তেছে
অন্ধকারের প্রতিদ্বন্দ্বী কেউ তারা নয়।
আমায় টাচ করে যাওয়া বিপরীত হাওয়া এই উদ্যানে পার হয়ে যায়
ভেবে মরতেছি
পরের বার ঝাপটি মেরে ধরে ফেলা যাবে!
বড় অশান্তি লাগতেছে তারে,তরমুজের জুস করে গিলে ফেলতে ইচ্ছে করতেছে
এইদলপাকাইয়া অবদমিত ইচ্ছা
আকাশ মাঠ নদী দালান সমগ্র ইচ্ছার-ওয়াশ করে ফেলতেছে।

২.গতমধ্যরাতে বৃষ্টি হইছিল সেই ভাইবা একজন ফটোগ্রাফার ভাড়া করলাম
ভিজব দিনভর বৃষ্টিতে।
ফটোগ্রাফার ক্লিক আর ফ্লাশমাইরা ধইরা রাখবো-
মেমোরিতে।
টেনশন লাগতেছে
খুব হালকা পাতলা লাগতেছে
যেদিনের জইন্য ভাড়া করলাম-
সেদিন যদি বৃষ্টি না হয়!
৩.
একটা রাস্তা আমি বেঘোর ঘুরে ফিরি-
দুইয়ে দুইয়ে চার মিলায়ে তোমার কাছে ঝরি।
আমার বাহাদুরি তোমার শাখা শাখা-শাখায়
অনেক রোদ্দুর পকেটে নিয়ে মাটির কাছে জমায়।
রাস্তার ধারে লেবুর শরবত ঘিরে আছে লোকজন
তৃষ্ণায় বুক ফেটে যায় আমার সবুজ নির্জন।
ওই তো পাড়ার ছোট ছোট মেয়েরা পাহাড় বেয়ে উঠে
পায়ের চিহৃ ধুলোর জামা আর সাদা রঙের বুটে।
উঠছি আর নামছি তাদের ব্যাগের ভারে ভারে
ওই পথ শিরীষ ঢাকা তোমার বুক পকেটের ধারে।
এই মিথ্যা এই সত্য এই আমার শহর
এখানে আরো কিছু ফুটে,যাচ্ছে ঘোড়ার বহর।
সবুজ পাথরটারে আমার ঘাসের মতোন লাগে
তোমার মুখটা ওই পথের পাতায় পাতায় থাকে?
একটা রাস্তা বড় নির্জন বড় একা তারে লাগে
আমার সুতো বেলুন তারা কিনে নিয়ে চলে।
আমি গাই না কোন গান
বাজাতে পারি না কোন গীটার
এই বাতাসে উড়ে চলে স্কুল রঙিন ফিতার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.