নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

কেন বলতেছেন কোটার কথা......??

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৮



বেকার আর বেকার।
হাহাকার।বাজে হাহাকার।
বেকারের সংখ্যা সাতকোটির চেয়ে বেশি।বলতেছেন কোটার কথা!
আসলে তা না।দেশে চাকরির সংস্থাপন অবস্থা- খুব খারাপ।সরকারী চাকরিতে নিয়োগ বেশ বৃদ্ধি পেয়েছে কিন্তু তা একশ্রেণীর গ্যাং সে চাকরির বেশিরভাগ কোটা নাম দিয়ে খেয়ে ফেলতেছে।

#দেশে: বিদেশী বিনিয়োগ আর দেশীয় শিল্পায়ন ও মারাত্নক অবস্থায় রয়েছে।যারা রোল মডেলে বিশ্বাস করেন তাদের কথা ভিন্ন।সবচেয়ে বেশি চাকরি হয় বেসরকারী খাতে।শুধু তাই নয় বর্তমানে পুরো ব্যবসা-বাণিজ্য সব নাজুক অবস্থায় রয়েছে।যাদের পুরনো শিল্পায়ন খাত আছে তারাও নতুন চাকরি সংস্থাপন করাতো দুরের কথা উল্টো চাঁটাই চালাচ্ছে।এ অবস্থায় এধরনের বিক্ষোভ হওয়াটাই স্বাভাবিক।বরং অনেক দেরিতে শুরু হয়েছে – এটা বলা যায়।

#এনজিও খাত ও প্রায় বন্ধ বন্ধ অবস্থা।
চাকরি করা বেকার,চাকরি না করা বেকার- একেবারে ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ।

#বিদেশ থেকে অসংখ্য শ্রমিক ফেরত আসতেছে চাকরিচ্যুত হয়ে।তারাও এখন দেশে বেকারের সংখ্যায় যোগ হচ্ছে।নতুন কোন শ্রমবাজার তৈরি করতে পারতেছে না।যা করছে তা এখন গলার কাঁটা হইছে!তবু দেশছাড়তে মানুষ সমুদ্র ঝাঁপ দিতে কুন্ঠাবোধ করতেছে না।
অর্থণৈতিক স্বচ্ছলতা ছাড়া কোন স্বাধীনতা নাই।তারপর দেশটাতে গলা পর্যণ্ত ডুব দিয়ো কিছু শ্রেণীর লোক দূর্নীতি করতেছে।মাফিয়া-মাদকে দেশ নস্টের শেষসীমায় পৌঁছে যাইতেছে।কেউ যেন দেখার নাই।
যে যেভাবে পারতেছে নিজে ভাল থাকার চেষ্টা করতেছে।পাশের জনরে মেরে হলেও ভাল তার থাকা চায়।এমনটা করে কোন কিছু আগায় না।

অথচ সবাই উন্নয়নের ঘুমে কুম্ভকর্ণ ঘুম লইয়া মালেশিয়া-সিঙ্গাপুর বানাই ফেলতাছে!
দেশটারে বাংলাদেশ বানাও।বিদেশের মতোন দেশ বানাইও না।
এদেশের নাগরিকরা একটা বাংলাদেশ চায়।
মূল কথা: চাকরির বাজার।
সেই চাকরিতে ঢুকতে না পারলে

#মূলকথা:
প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করার পর চাকরি পাওয়া নিয়ে সবাই আতন্কগ্রস্ত।তাদের জীবন নিয়ে তারা উদ্বিগ্ন।



#হায় দেশ তোমার স্বাধীনতা লইয়াইতো আত্মহত্যা করতেছি।তুমি গান বাজাও-জয়বাংলা।
সে গান গেয়েই যেনো বারবার ফাঁসি দিতে পারো,মারতে পারো,ক্রসফায়ার দিতে পারো,মাদক দিতে পারো,জঙ্গি পয়দা করতে পারো,সন্ত্রাসী পয়দা করতে পারো,ঘুষদূর্নীতি দিতে পারো………..সব কিছু পারো আর না পারো।পারোই তো ।খুব পারো।বেশ পারো।

একটা দেশ দিতে পারো না।
একটা দেশ দিতে পারো না।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা দেশ দাও বাংলাদেশ
স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারবে
সাদাকে সাদা কালোকে কাল বলতে ছররা গুলি, গুম খুনের আতংক থাকবেনা।
দলীয় উন্নয়ন দেশের উন্নয়ন নয়! লাখ লাখ কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে
ব্যাংক গুলো দেউলিয়ার পথে, হলমার্ক শেয়ার বাজার কোন বিচার নাই!!!!!
মানুষের অনিশ্চয়তা হিমালয় ছুঁয়েছে- কিন্তু আতংকে নিশ্চুপ!!!

ব্রেক দা সাইলেন্স!


০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ...........মানুষ আগায় যাচ্ছে,রাষ্ট্র তার মানুষরে নিয়া আগাইতে পারতেছে না। আর কতো কতো চিৎকার করবে?

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫

আমিনভাই বলেছেন: ঘর পুরলে পুরক কিন্তু ছারপোকাতো মরোক। দেশ যায় যাক বি এন পি তো মরোক। হাসিনা

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬

তাওিহদ অিদ্র বলেছেন: ভাই,নায্যতার কোন দল থাকে না। না বিএনপি,না জাতিয় পার্টি,না আওয়ামীলীগ না বাম।

এদেশের নাগরিকরা একটা কল্যাণমূলক রাষ্ট্র চাই।সৎ রাষ্ট্র চাই।
যে রাষ্ট্র পরিচালনাকারীরা নাগরিকদের মূল্যায়ন করবে না তাদের হয়ে দলবাজি করবেন না।

সুশাসন আর ন্যায়পর রাষ্ট্র নির্মাণে নিজেকে পাল্টান ।সবাই পাল্টাই।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: কোটা দলের স্বার্থ সংরক্ষণের অন্যায় পথ।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৯

তাওিহদ অিদ্র বলেছেন: একদম তাই।
কোটা একটা বৈষম্য। কোটা আর বয়স নির্ধারণ না করে যোগ্যতাই হোক একমাত্র মাপকাঠি।
পাকিস্তান থেকে দেশ স্বাধীন হয়েছে সকল প্রকার বৈষম্য লোপ করার জন্য।
সকল প্রকার বৈষম্য এর বিরুদ্ধে সোচ্চার হই।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.