![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.ধারালো ছুরি,ধামা,রক্তমাংস যাদের নাই তারা কসাই।
২.কসাই সূত্র মানে।রাষ্ট্র মানে না।
৩.আমাদের যাবতীয় প্রোটিন কসাইয়ের।
৪.পশুর স্বাধীনতা কি তা জানে কসাই।মানুষ জানে না।
৫.বিলের মাঝে একটা খুঁটির উপর কসাই দেখেছিলাম।প্রথম দর্শনেই প্রেমে পড়েগেছিলাম।তার পরাগস্মৃতি এখনো উষ্কানি দেয়।
৬.স্যুটেড বুটেডগুলারে আমি কসাই বলি না।রাষ্ট্রীয় খুনি বলি।
৭.বিশ্বে কোন কসাই নাই যে,তারা মানুষ জবাই করছে।মানুষ নিজেরে চরিত্রায়ন করছে ভুল নামে।
৮.এখন তীর-তরোয়াল নিয়ে যুদ্ধে যায় না।যুদ্ধের ময়দানে কোন কসাই চোখে দেখি নাই।
৯.এই নামে কোন প্রেমিকা তোমাদের ছিল না!কসাই ছিল।যে তোমাদের প্রতিদিনের পুষ্টিযোগান দিতো।
১০.হরলিক্স বোতল হাতে নিলে আমেরিকার প্রেসিডেন্ট মনে হয়।কসাই তো মনে হয়নি!
১১.কারো লগে ঘুরতে গেলে কসাই নিয়ে ঘুরেন।প্রেমিকা নিয়ে ঘুরাঘুরি হয় না।প্রকৃতি নির্মম।
০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৪১
তাওিহদ অিদ্র বলেছেন: জুম্মন কসাইয়ের কথা বাদ দেন......নিজেদের কসাইগিরির কথা বলেন
ধন্যবাদ আর শুভেচছা্
২| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক দিন পর
আপনার লেখাটা আলোচিত পাতায় দেখে ভাল লাগলো।
০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৩
তাওিহদ অিদ্র বলেছেন: তাহলে একবার চিন্তা করেন এইরকম আকাইম্মা লেখা আলোচিত পাতায় স্থান পায় এইজন্য ব্লগে লিখি ঠিকই কিন্তু শান্তি পাই না
শুভেচ্ছা রইল।
৩| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: রম্য পোষ্ট।
১০ ই মে, ২০১৮ সকাল ১০:১৩
তাওিহদ অিদ্র বলেছেন: স্যাটায়ার ...........শুভেচ্ছা।
৪| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
শামচুল হক বলেছেন: কসাইরা কিন্তু জামাই আদর ভালো করে, মাংস ছাড়া ভাত খাওয়ায় না।
১০ ই মে, ২০১৮ সকাল ১০:১৩
তাওিহদ অিদ্র বলেছেন: হুম.........কথা মন্দ না
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:২৪
তারেক_মাহমুদ বলেছেন: কসাই কথাটি শুনলেই একটা নাম মনে আসে জুম্মন কসাই।