![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টির রঙ দেখার লাইগা একদল বালকবালিকা পণ করল
তারা দিন করে করে ভিজতে থাকল।কেউই বৃষ্টির রঙ কি তা দেখতে পাইলনা।
একদল বৃষ্টি পড়তে দেখলে গালিগালাজ শুরু কইরা দিল
তাদের মেঝে ভিজে যায় সঙ্গমের বিছানা নষ্ট হইযায়।
বৃষ্টির কোন রঙ নাই।বৃষ্টির রঙ সাদা।নীল।গোলাপী।বাদামী।কফি বা চকোলেট।
বৃষ্টির রঙ কালো।
ভুট্টা ফুটলে কাঠবেলি লাগে!
নদীর গা কেমন আঠালো হয়ে যায়।
পাড়ার কুকুর-বিড়াল বৃষ্টি লাইক করে।
অনুসন্ধিৎসুতা নিয়ে ধুঁকতে ধুঁকতে পকেটের সব টাকা খরচ হয়ে যায়।
জাহাজের পাশে জলের বন।
রঙের বন।
মাছেদের খেপায় তোলে বৃষ্টি।
একদল অনুসন্ধিৎসু বালকবালিকা প্রশ্ন করল,মাছেরা বৃষ্টিতে ভিজে কিনা?
এ উত্তর সবচে ভাল দিতে পারবে-বৃক্ষরা
-ভিজেতো।
ওভারপাসের নিচে দমবন্ধ কইরা ঘুমায় আছে কতকলোক;মাছেদের ভ্রমণ বিষয়ক বৃত্তান্ত তারাও লিখতে পারে।
হাইড়্রোলিক কোন বিকার তাদের নাই।
তাদেরকে প্রশ্ন করা হলো বৃষ্টির রঙ কি?
জটপাকানো চুলদাড়ি চুলকাইতে চুলকাইতে বলল, ঘাসেরে জিগান তারাই কইতে পারবো।
ঘাসের জিগাইলাম,বৃষ্টিতে ভিজতেছো বহুশতক।কওতো,বৃষ্টির রঙ কি?
বাতাসরে জিগান!
--বৃষ্টির বাড়ির নাম মেঘ;তারে জিগাইলেতো পারো!শুধু শুধু নির্বাচনের আগে জরিপ চাওয়ার মতোন প্রশ্ন করার কি দরকার?
তৃতীয় মতের মতোন অদৃশ্য কোন বৃষ্টি জগতে আছে?
অভিসন্ধর্ভ করার জন্য প্রশ্নউত্তর দুটোই সেট করা থাকে।তবুতো লোকের ঘরে ঘরে যাইতে হয়।জিগাইতে হয়।
সেইরকম বৃত্তান্ত লইয়া যারা দম ফেলাফেলি করতেছে তাদেরো একটা খোলা জায়গা আছে
বালকবালিকারা সেটারে স্পষ্ট করতে চাইতেছে
তারা কইতে পারত বৃষ্টি রঙ যার উপর পড়ে তার রঙেই রঙ।
বৃষ্টির কোন মুখস্থকরা সাতরঙ নাই।
পরিখা খনন করে সবাইকি আর সাম্রাজ্য জয় করতে পারছে?
বালিকারে পণ করিও না।
জলে যাবে।জ্বলে যাবে।স্টিকার হয়ে যাবে পাড়ায় পাড়ায়।
উর্ধ্বতন কামরায়;
বালক মন।
১২ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৩
তাওিহদ অিদ্র বলেছেন:
ধন্যবাদ।
২| ১২ ই মে, ২০১৮ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: ইচ্ছা না থাকলেও অনেক সময় ফিসফিস করতে হয়।
১২ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৪
তাওিহদ অিদ্র বলেছেন: সিচুয়েশন অব ইমেজ
ধন্যবাদ।
৩| ১২ ই মে, ২০১৮ সকাল ১১:০৩
খালেদা শাম্মী বলেছেন: ব্যতিক্রম লেখা। ভাল লেগেছে।
১২ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৬
তাওিহদ অিদ্র বলেছেন: মতামতে আসার জন্য ভালবাসা ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৮ সকাল ১০:২৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন: "নো ফিসফিস"