![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#
রমঃ রমঃ জান-
লোভী রমজান।
জান জানে রমনে
-
চুমু খাওয়া যাবে না
সেক্স করা যাবে না
প্রেম করা যাবে না
-
পকেট কাটা যাবে
ঘুষ খাওয়া যাবে
-
মৃত্যু আসলে কেউ
আটকায় রাখতে পারবানা।
#
বাজারে গেলাম ধর্মের উত্তাপ দেখতে পাচ্ছি।বস্তায় বস্তায়, খাঁচায় খাঁচায় মাইকে মাইকে সর্বত্র ধর্মের উত্তাপ।
শুধু শীতল আমি!
-
সবাই বলছে রমজান দানা’র দাম কতো?
#
ধর্মের বেয়াদপি।
-
সব পণ্যের দাম চড়া-এমনটা বললে ধর্মের জাত যায়।
-
হে বঙ্গ,ভান্ডারে তবে বিবিধ রতন!!
#
ধর্মান্ধতা,দূর্নীতি-
দেশের শক্র।
ধর্ম সম্প্রদায়ের আরাম।
দূর্নীতি সম্প্রদায়ের আরাম।
ক্যান এতো অসুখ আমার?
#
ধর্ম হলো কাউন্সিলিং।
গলায় দড়ি
স্বসমাজ আর স্বরাষ্ট্রের আছে
বিরাট নীল সিলিং।
#
লুকিজম!
তাকিয়ে থাকতে পারার চিত্রকলা।
রমজান-
তাকিয়ে থাকো সুদূর দৃষ্টি।
#
রোগের নাম লঙসাইট।
ভিশন চশমার দোকান।
রমজান-
রোগে ভুগছে।
তারে-
রামাদান করিম সুস্থতা দাও।
#
মানুষ স্বতন্ত্র।
আলাদা আলাদা মানুষ।আলাদা আলাদা নাম সবার।তাদের সবার নাম এক হতে পারে- রমজান আলী।নামের আগে পবিত্র শব্দটি লিখতে পারো।
পবিত্র রমজান আলী।
ভালবাসার শিক্ষা।সবাই সবাইকে ভালবাসে।ভালবাসা কি?যার যার নিজের মতোন তরলাকার।তবু ভালবাসার মোনাজাত!
এই দিনশেষে ও শুরুতে- রমজান আলী লোভী।তার লোভের শিকার আরো রমজান আলী।শাসক শাসিত বলে কিছু নাই।সবাই কোন না কোনভাবে লোভী।আবার লোভের শিকার।
রমজান আলীরা পদপিষ্টে মারা যায় তার কারণ লোভ।সবটাই কারণ নয়।তবু লোভ আছে।খিদার লোভ।নিপীড়িত হওয়ার লোভ।মৃত্য –লোভের ভগ্নাংশ।
মৃত্যু-লোভ।স্বপ্ন।জন্মান্তর।অনন্ত লোভ।
মানুষ স্বতন্ত্র।নৈতিকতার শিক্ষা লোভের শিক্ষা।শিক্ষার ফলাফল ইক্যুয়াল লোভ।
লোভ মাপার যন্ত্র-যান্ত্রিকতা হলো নিজের দিকে ফিরে ফিরে বারবার তাকানো।
নিজের দিকে কখনো ফিরে চেয়েছেন?
মানুষের সর্বশেষ,একমাত্র অদ্বিতীয় ব্যর্থতা-নিজের দিকে তাকাতে না পারা।
#
ওজন নিয়ন্ত্রণ করুন-
মাল;
মানুষ মাল।
শিথিল করুন
সম যোগ যম
যমের কারবার।
১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৫১
তাওিহদ অিদ্র বলেছেন: তাইতো জঙ জমে জমে যম হয়ে গেছে
ধন্যবাদ।ভালথাকুন।নিজেরে সংযম করুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৮ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: মনে যদি
জং জমে
ক্লিন করি
সংযমে l