নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

পাবলিক সার্ভেন্ট—

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৪৯





লাইন ধরি লাইন ধরি
পদ্ধতির মাঠে,
খেলা হলে শেষ
ফিরে যায় বাড়ি।
তারপর
তারপর
আমি মাঠ
আমি পদ্ধতি
আমি যা বলি
আমি যা করি
সর্বসর্বা আমি।
আমি খোদা
আমি ফার্স্টক্লাস
তোমরা চামার
তোমরা থার্ডক্লাস।
আমি সেরা মেধার
আমি সেরা সেরার
আমি কিসে সেরা নই?
আমি ঘুষের
আমি জুজুর
আমি কামের
আমি কামেল
আমি রক্ষক
একই সাথে ভক্ষক
আমি যা চায় হবে এখানে তাই
তুমি চুদির ভাই পাবলিক
আমি পাবলিক সার্ভেন্ট।
সার্ভেন্ট আমি নই
পাবলিক সব আমার চাকর
পাবলিক সব আমার বাকর
ওই যত্তোবড় পাবলিক বালছাল
মুতের সহস্র নল।
আমি পাবলিক সার্ভেন্ট
আমি সরকার পাবলিক
আমি রাষ্ট্র আমি পতাকা
আমি যা করি তাইতো ত্বরিকা
আমি গল্প
আমি যোদ্ধা
আমি নই চোর নই ডাকাত
আমি কেরামতি
পাবলিক অক্কা।
পাবলিক সার্ভেণ্ট আমারো আছে পরিবার মা বাবা বোনভাই
ট্যাক্সের ওই জারিজুরি আমারে ঝাড়িতে এসো না
পাবলিক মনে রেইখো তোমার টাকা আমার টাকা
আমার টাকা ও আমার টাকা।
তুমি আবালচোদা পাবলিক
ভোদাচোদা পাবলিক
হাবালচোদা পাবলিক
তোমারে দিনরাত মারতে পারার জল্লাদ
আমি সার্ভেণ্ট
আমি নিজেই পাবলিকের বাপ পাবলিক।
বাইরে আমার প্রতিষ্ঠান দূনীর্তিমুক্ত
ভেতরে করে চুরি
লাশকাটা ঘরে পাবলিক ঢুকাইয়া
বিমানে চড়ি।
আমি পাবলিক সার্ভেন্ট
সার্ভেণ্ট আমি নই আদতে
আমি প্রিন্স
আমি প্রিন্সেস
আমি সহস্র নিয়মের জালে তোমাদের ধরি।
আমি পাবলিক সার্ভেণ্ট
আশি হাজার বেতন লইয়া ছেলেমেয়ে মানুষ করি
ইংরেজী স্কুল বিদেশে স্কলারশীপ
ফ্রি বাড়ি ফ্রি গাড়ি
ফ্রি মদিনা ট্রিপ মারি।
আমি পাবলিক সার্ভেণ্ট
পাবলিকে পোঁদমেরে পাবলিক খেদাই
আমি ঝুলাই সিটিজেন চার্টার
আমি ঝুলাই পাবলিক বালে মাগার
শালার পাবলিক
পাবলিকের মা-বাপ
আমি তোদের পাবলিক সার্ভেণ্ট।
কতো রঙ কতো তারা
কতো ব্যাচ রঙিন ফিতেহারা
র্যা ঙ্ক আর পদবি লই
বেতন লই ঘুষ লই ঘুম লই
খাট লই
বেড লই
তলাগলা সব লই
আমি করিৎকর্মা
অর্কমার ঢেঁকি পাবলিক
খোদার ভোরে ফুটে সন্ধ্যায় যায় অস্ত
আমি পাবলিক সার্ভেন্ট
চব্বিশঘন্টাই পাবলিক মাথায়
ফুটে থাকি।
আমি ফুল নই
ঝরে পড়ব
তোমার কবর ঠিককরো পাবলিক
আমি তোমার ঈশ্বর খোদা মসজিদ আর র্চাচ
আমি পাবলিক সার্ভেণ্ট।
আমি প্রস্ফুটিত
আমি সুবাসিত
আমি বারুদ
আমি আগুনে হলকা
সবকিছুর নিয়ন্ত্রক আমি।
পাবলিক
আমি তোমার বাপ-মা।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:১৪

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদে ভালবাসা :)

২| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: হুম।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:১৫

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদে ভালবাসা :)

৩| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৪৫

কাইকর বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:১৫

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদে ভালবাসা :)

৪| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:১৫

অনুতপ্ত হৃদয় বলেছেন: দারুন হয়েছে

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:১৫

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদে ভালবাসা :)

৫| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদে ভালবাসা

শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.