![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজা-রাণীর পরিবর্তন চান নাকি রাষ্ট্রীয় সিস্টেমের পরিবর্তন চান??
কেমন পরিবর্তন দরকার ছিল,যা হয়নি।
স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলাদেশ রাষ্ট্রটি কতো কতো আন্দোলন ফান্দোলন করেছেন।তাহলে এই সিদ্ধান্তে কি আসা যায় না যে চেতনাহীন,আর্দশবিহীন,উদ্দেশ্যবিহীন নানা আন্দোলন করে সময় অপচয় করেছে।রাষ্ট্রীয় সিস্টেমের পরির্বতনের আন্দোলন কেন হলো না??
যে পরিবর্তনের জন্য মুক্তিযুদ্ধের আন্দোলন ও হয়েছে নতুন সরকার তৈরি করে রাষ্ট্র পরিচালনার জন্য!কিন্তু রাষ্ট্রীয় সিস্টেমের পরিবর্তনের জন্য মুক্তিযুদ্ধও ওভাবে কার্যকর ভূমিকা রাখেনি।তবু ও যে আদর্শ,চেতনা,সাংস্কৃতিক পরিবর্তনের যে সম্ভাবনা ছিল স্বাধীনতা্উত্তোর সে টনিক আর কার্যকর হয়নি।এখানে মুক্তিযুদ্ধ পরবর্তীতেও জগদ্দল পাথর নামে সরকার পরিবর্তন ও ব্যক্তির ইচ্ছার সরকার পরিবর্তন হয়েছে।রাষ্ট্রীয় সিস্টেম পরিবর্তনের চেতনা ধারণ করে সরকার পরিবতর্ন হয়নি।
এখানকার রাজনীতিতে অল্পশিক্ষিত,খুচরাশিক্ষিত,সাংস্কৃতিক চেতনাবিহীন লোকেরা রাজনীতি করেছে বলে সবসময় দূর্ণীতিগ্রস্ত সরকার দ্বারা রাষ্ট্রটি পরিচালিত হয়েছে।কল্যাণমূলক রাষ্ট্র সম্ভাবনার মৃত্যু হয়েছে সবসময়।অথচ মুক্তিযুদ্ধ সে দারুণ এক সম্ভাবনা ছিল যে নতুন রাষ্ট্রটি কল্যাণমূলক ,বৈষম্যহীন,সামাজিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তিত রুপে আর্বতিত হতে হতে একটা মজবুত ভিত্তি পেতো।
অথচ দীর্ঘপরিক্রমায় তৈরি হয়েছে রোগাক্রান্ত,মানসিক বৈকল্য,জীর্ণশীর্ণ এক রাষ্ট্র ও রাষ্ট্রীয় ব্যবস্থা।জনগণের দূর্দশা দীর্ঘায়িত হতে হতে এক উন্নয়ন বিরাগভাজন বিকারগ্রস্ততা অবসাদ আজ ঘিরে ধরেছে জনমানস।এই জনমানসের হাতে রয়েছে আমাদের নতুন আশার প্রদীপ্ত এক নতুন বাংলাদেশ।
সংশয়তো থাকেই যেখানে জনমানস নিজেরাই দীর্ঘঅবসাদে ক্লান্ত।একপ্রকার নিউবিকারগ্রস্ত।
জয়বাংলা।
২৬ শে মে, ২০১৮ দুপুর ২:২৩
তাওিহদ অিদ্র বলেছেন: আহা কতো রোমান্স ধন্যবাদ
২| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:২২
অনুতপ্ত হৃদয় বলেছেন: রাজনীতির বানে এখন দেশ ………
২৬ শে মে, ২০১৮ দুপুর ২:২৪
তাওিহদ অিদ্র বলেছেন: বান মেরে যায় মাথায় ..........ধন্যবাদ।
৩| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: জনমানস দীর্ঘ অবসাদে ক্লান্ত! স্বৈরাচারিতায় ভীত! দুর্নীতিতে অসহায় আত্মসমর্পিত - -
স্বপ্ন দেখাও ভুলে গেছে! কল্যান রাষ্ট্রের মৌলিক অধিকারই এখন স্বপ্ন হয়ে ঝুলে আছৈ!
যা তার স্বত:স্ফূর্ত নিত্যতায় পাবার কথা! যা দেবার জন্য রাজনীতিবিদদের গলাদর্ঘম হবার কথা!
তাই হয়ে গেছে ভাগ্যের দানে!!
স্বপ্ন ছড়িয়ে দিতে হবে। ক্যলান রাষ্ট্রের স্বপ্ন! মৌলিক মানবাধীকার তার নিত্য অধীকার লটারী নয়, ভাগ্য নয়!
তাকে এসব দিবার জন্যই রাজনীতি আর রাজনীতিবিদ!
না দিতে পারলে আস্তাকুড়ে ছুড়ে ফুলতে হবে ঐসব রাজনীতি আর রাজনীতিবিদদের !!
২৬ শে মে, ২০১৮ দুপুর ২:২৫
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ..............ভাল থাকুন।
৪| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৯
কানিজ রিনা বলেছেন: ওবাইদুল কাদের বলেছিলেন এইটা প্রধানমন্ত্রী
করেন নাই সরকার করেছে তার মানে
দলের লোক সরকার, প্রধামন্ত্রী সরকার না।
জাতিরপিতা বঙ্গবন্ধু বলেছিলেন তিনি দেশ
স্বাধীন করে চোরের খনি পেয়েছেন।
সেই চোরের খনিরাই দেশ চালাচ্ছে প্রতিটি
দলের প্রধানের হাত ধরে, দলের প্রধানের
দোশ কি? আসলে চিন্তার বিষয় কেন দলীয়
প্রধানরা দলের দুর্নীতির বিচার না করে
দলে পোষে। আসলেও কি দলের সরকারী
লোক প্রধান মন্ত্রী থেকে আলাদা ক্ষমতা রাখে।
যে কারনে খালেদা হাসিনা দলের বিরুদ্ধে
কথা বলেন না। ধন্যবাদ সত্য যুক্তি তুলেছেন।
২৬ শে মে, ২০১৮ দুপুর ২:২৬
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ আপনাকে..........ভাল থাকুন।
৫| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নিরেট সত্য কথা!!
সেই কলেজ থেকে, "জয় বাংলা" শুনলেই রক্তটা টগবগ করে ওঠে! মাঝেমধ্যে দেশকে নিয়ে হতাশ হয়ে যাই্! এর ভবিষ্যৎ কি??
স্বাধীনতা পরবর্তি কোন সরকারই সুস্থ রাজনীতির পক্ষে ছিল না!
আর বাংলার শুধু ভূখন্ডটাই জয় করা গিয়েছে, এখনো অনেক কিছু জয় করার বাঁকি!!!
২৬ শে মে, ২০১৮ দুপুর ২:২৭
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ ..... শুভেচ্ছারইল।
৬| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু বর্তমান আইন ও ব্যবস্থারও যদি সঠিক প্রয়োগ করা হয় তাহলেও দেশ ঠিক থাকতে বাধ্য.,.
২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৪৫
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ ।শুভেচ্ছা আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৫৯
রাজীব নুর বলেছেন: রূপবতী ঐ আকাশে
চাঁদের নৌকা ভাসে,
এমন রাতে বন্ধু যেন
আমার কাছে আসে।