নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

আমি;এইভাবে চিন্তা করেছি

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:১৮


আমি;এইভাবে চিন্তা করেছি
-

কতোবার কতোবার কি কি করতে মন চায়
তোমার লম্বা পা’র ফাঁকে বাহিত করে দেই আস্ত মহাসাগর
ফোঁটায় ফোঁটায় লবণ ঝরছে জৈষ্ঠ্যের রোদে
হা-মুখ করে চেটে চলেছি তার ঘ্রাণ আস্বাদ।
মহাশূণ্যের কোমরে বেঁধে দিয়েছি লাক্স উত্তাপ
বিশালাক্ষী বক্ষে ধারণ করেছো তোমার আবক্ষমূর্তি
যা খেযে খেয়ে পুষ্ট হয় আরেকজীবন।
তোমাকে যে কতোবার কতোবার খেয়ে দিয়েছি
তুমি জানো;
এ ও জানো আমি তোমারে খাইতে আসি
তুমিতো খাওয়াও আমারে।
অথচ ভীষণ প্রোটোজোয়ার দল
এই নিয়ে যুদ্ধে মিলিত হয়েছে রণক্ষেত্রে
তারা ক্যানন থেকে গোলা ছুঁড়ছে
আকাশ থেকে ধরছে প্রতিপক্ষের সুপারসনিক
সমুদ্রে ডলফিন ছেড়ে দিয়েছে।
কোনদিনই আমরা পরস্পর বিমুখ ছিলাম না
পক্ষাপক্ষি ছিলাম মাত্র।
সুনিপুণ তালে কানাড়া বাজিয়ে চলেছি তোমার ভেতর
যুগল প্যারেডের শব্দশুনে
বাকি বিশ্ব বাঁধিয়ে দিয়েছে যুদ্ধ!
তারা জানে না তারা কখনো জিতবে না
পরাজয় মেনে নিয়েও যুদ্ধে যেতে দেখেছি আমি।
কেমন আহাম্মক তারা রণে যায় যেখানে ধ্বজভঙ্গ করতে করতে মাল খসাতে হয়।
এসব রণকৌশলের কথা শুনে ওরা নিশ্চয় তাজ্জব বনে যায়
কনডম থেকে কনডেম সেল;কোন বড়ি জাতীয় কিছুই নাই রসদে
যুদ্ধ শুরু হয়েছে কতো লক্ষবছর আগে
যেখানে কোনরকম ধানাইপানাই ছাড়া জিতে চলেছি।




মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৩০

কথার ফুলঝুরি! বলেছেন: একটু অন্য ভাবে চিন্তা করলেও হতো, হয়তো :P

২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪২

তাওিহদ অিদ্র বলেছেন: স্যাটায়ার যে কতোরকম হয়..................এই আর কি!

ধন্যবাদ।

২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:০৯

কাইকর বলেছেন: ভাল লিখেছেন

২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪২

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।শুভেচ্ছা।

৩| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪২

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা।

৪| ২৯ শে মে, ২০১৮ সকাল ৮:৩০

অলিভিয়া আভা বলেছেন: তোমাকে যে কতোবার কতোবার খেয়ে দিয়েছি
তুমি জানো;
এ ও জানো আমি তোমারে খাইতে আসি
এই কথাগুলো বুঝতে পারিনি। একটু বুঝিয়ে দিবেন প্লিজ !

২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪৫

তাওিহদ অিদ্র বলেছেন: যে লেখে সে কাউকে বুঝিয়ে দেয় না।যে পড়বে সে তার মতোন করে বুঝে নিবে। আমি মোটিভেশেনাল স্পিকার নই।

(নারীবাদের )উঁচুস্তরে আছি আমি..............তাই ছোটখাটো জবাব কারো দেই না।

মতামতে আসার জন্য শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.