![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
বাংলাদেশী ইন্টেলেকচুয়ালদের প্রশ্ন ছুঁড়েছেন কক্সবাজারের আওয়ামীলীগ সাংসদ বদিউর রহমান(বদি)।তিনি বলেছেন,ডিকশনারীতে “গডফাদার”বলে কোন শব্দ আছে কিনা?সাংবাদিকদের দিকে তাকিয়ে বললেন,এইধরনের শব্দ ব্যবহার করে আপনারা জনগণকে বিভ্রান্ত করছেন!-
হায় ৪৫ বছর!এই ধরনের শিক্ষা লইয়া জাতীয় সংসদ চলতেছে!৩৫০ জন সংসদের মধ্যে ২৫০জনই এই টাইপের।তারপর দেশের যে এতো উন্নয়ন হইতেছে শোকর করেন জনগণ।
এই শো পিস সংসদ লইয়া দেশ আগাই যাবে!সামনের সংসদের আরো দুইটা নতুন শোপিস-মাশরাফি আর সাকিব যোগ দিতাছে।
-
রাজনীতি অবশ্যই যে কেউ করতে পারে।সে যে কোন দলের হয়েও কাজ করতে পারে।”উন্নতি হলো উপরের দিকে পতন”।সে লক্ষ্যে দুইজনেই ধাবিত হইতেছে দেইখা ভাল লাগল।তারা এখনো কোন অবসর নেই নাই জাতীয় ক্রিকেট টিম থেকে!এবং তারা একইসাথে লাভভোগী প্রতিষ্ঠান হিসাবে বিসিবির সাথে জড়িত।যা একই সাথে আইন বিরুদ্ধ।নৈতিকতা বিরুদ্ধ নয়।সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো-আগামী জুনে বিশ্বকাপ এরমধ্যে তারা সাংসদ হইয়া বিশ্বকাপ খেলবেন!!তাদের লক্ষ্য সেমিফাইনাল এমনকি ফাইনাল খেলা! বাকি বিশ্ব যা পারে না তাই পারে বাঙালী।বাঙালীজাতি নিজেরে নিজে নিজে বিশ্বের সেরা জাতি কি এমনে এমনে কয়??!!
-
[মাশরাফি দেশের আইকন তাইলে গতো বিসিএলে ডার্ক অব লুইস মেথডে আবাহনী এক রানে হেরে গেছিল।ওই ম্যাচ হেরে গেলে আবাহনী চ্যাম্পিয়ন হয়না।কিন্তু আবাহনীর অধিনায়ক(ক্রিকেট)বর্তমান মাশরাফী ও আবাহনী ক্লাবের পাপন সাহেবরা তা মানবেন কেন?তাই বৃষ্টির মধ্যে প্রতিপক্ষ দলেরে খেলতে বাধ্য করে ম্যাচ জিতে নিয়েছিল আবাহনী।যারা এর প্রতিবাদ করেছিলেন তারা কোনদিন বাংলাদেশ ক্রিকেট দলে ঢুকতে পারবে না তা নিশ্চিত।আর সেই দলের আইকন মাশরাফীর অধিনায়কত্বে তা সম্ভব হয়েছিল!!তখন সন্দেহ হয়েছিল মাশরাফিকে তো এইরকম ইতর হতে কখনো দেখিনি!! রাজনীতির মাঠে আসতে হলে এইরকম নমুনা দিয়ে শুরু করতে হয়।এটাই রাজণৈতিক সংস্কৃতি।।যাক,শুধু তাই না গত ছয়মাসে এমন করে প্রতিপক্ষ দলের কাছ থেকে হকিতে,অনুর্ধ্ব ১৮ ফুটবলে ও একইভাবে জোর করে ম্যাচ জিতিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।এইভাবে দেশের ক্রীড়া উন্নয়নের অংশীদার হোন দেশের উন্নয়ন দাতারা!!
মুশফিকের বাপের নামে হত্যার অভিযোগ আছে,যেখানে মুশফিক নিজেই নিয়মিত ক্যাপ্টেন।সেই প্রতাপে নাকি মুশফিকের বাপের কেশবিন্যাসও নাকি কেউ ছুঁতে পারে নাই।
সে ক্লাবের দারুণ সদস্য হয়ে গর্বিত হবে শো-পিস পছন্দকারী বাঙালসমাজ।]
-
মনভাঙার দেশে তারপর চিল্লাই চিল্লাই বলি----
জয়বাংলা।বাংলার জয়হোক।
৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:০২
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।ভাল থাকুন।
২| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:১৮
ভুয়া মফিজ বলেছেন: বাঙালীজাতি নিজেরে নিজে নিজে বিশ্বের সেরা জাতি কি এমনে এমনে কয়??!!
মাশরাফীর এই ব্যাপারটা তো জানা ছিল না, আপনি শিওর ঘটনা এটাই ছিল!!! তাহলে তো খুবই দুঃখজনক!
তবে আমার মনে হয়না এই দু'জন এবার সাংসদ হবে, অন্ততঃ মিনিমাম কমনসেন্স থাকলে হওয়া উচিত না।
৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:০২
তাওিহদ অিদ্র বলেছেন: শিওর কিনা আরেকবার যাচাই করুন................।
শুভেচ্ছা।ভালথাকুন।
৩| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩০
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার একটা পোস্ট। আমার মনের কথাগুলো বলেছেন ভাই। এদেশের শতকরা ৮০% সাংসদের এমপি হওয়ার যোগ্যতা নেই। আর মাশরাফি ও সাকিবকে নিয়ে যারা উৎফুল্ল তাদের কথা বলে লাভ নেই। কারণ, ভাল খেলোয়াড় হওয়া আর ভাল/দক্ষ এমপি হওয়ার মাঝে বিস্তর ফারাক।
আপনি দেখতে অবিকল "বিলগেটস্" হতে পারেন, কিন্তু বিলগেটস্ নয়।
৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:০৩
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ ।ভাল থাকুন।
কি আর বলব !! সব যেন বিষাদে ছেয়ে গেছে।
৪| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: ব্যাপারটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে। সেই আলোচনা যথা সময়ে প্রকাশ পাবে।
৩১ শে মে, ২০১৮ সকাল ৯:২৯
তাওিহদ অিদ্র বলেছেন:
..............সময় চারিদিকে বড্ড বেয়াড়া,রসিক!
শুভেচছা।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০৫
বিজন রয় বলেছেন: বদি একটি বদমায়েশ। সেইইতো এসব বলবে।