![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#বৃষ্টি নামের কোন মেয়ের সাথে এ যাবৎ পরিচয় হয়নি।ক্লাস মেটও ছিল না!বৃষ্টি নামক কোন মেয়ের সাথে প্রেম করতে ইচ্ছে করছে।
#কাউকে কোনদিন কদম দেয়া হয়নি।আমি কদম চিনি?
#বৃষ্টিতে কোন মেয়ের ছাতার নিচে যাওয়ার সুযোগ হয়নি।আমার সব প্রেম গ্রীষ্মকালীন।
#বৃষ্টিতে ছেলেদের ভিজতে দেখলে আমার খেলতে ইচ্ছে করে।
#বৃষ্টিতে মেয়েদের সেক্সি লাগে,তার চেয়ে ছেলেগুলারেই বেশি সেক্সি লাগে।
#বৃষ্টিতে রেস্তোরাঁয় প্রচুর চা কফি খেয়েছি বেশিরভাগ বৃষ্টি মেয়ে চা খেতে চায় না,কফিতেও স্বাচ্ছন্দ্য না।দাঁত বুঝি কেউ দেখে ফেলে!
#কোন এক গভীর রাতে টঙের দোকানে তোমাকে নিয়ে চা খাবো।ডিম পোজ খাবো।
#টয়লেটের দেয়ালে বৃষ্টি মেয়ের ফোন নম্বর বা হাইকু টাইপ কিছু লেখা হয়নি।টয়লেট সাহিত্য-দারুণ চমকপ্রদ।চরম উদ্দীপক।
#বৃষ্টিতে ভিজতে ভিজতে মেয়েটি হারিয়ে ফেলল নিজেকে তার নাম বৃষ্টি ছিল না।বর্ষা ছিল।
#বৃষ্টিতে ফলিয়েছি যতো দানা সব রুহ হয়ে পৃথিবীতে ছড়ায় গেছে।মেয়ে তুমি আমার বৃষ্টি হবে।
#বৃষ্টিতে অসীম সুখ।তুমি না ভিজলে দুঃখ তোমাকে ছুঁতে পাবে না।
#বৃষ্টি দুঃখ ছোঁয়ার গান।সুখের চেয়ে গভীরতরো বোধ।
#বাদল ভাইরা বৃষ্টির পিছে ছুটতে ছুটতে সাগরে তলিয়ে গেল।
#বৃষ্টি কোন মেয়ের নাম ছিল না।বর্ষা কোন ছেলের নাম হয় না।রুহে রুহে কতো কি ফারাক।
#কোন এক পূর্ণিমার রাতে তুমি গাইবে বৃষ্টির গান আমি কোলে শুয়ে থাকবো বর্ষার জোছনায়।
#বৃষ্টি ঝরে যায় বলে পৃথিবীতে এই নামে কোন ফুল নাই।
#বর্ষার বাগানে ঘুরতে ঘুরতে তলিয়ে গেল নদীতে।আর ফিরে আসেনি।আমেনারা মেঘনার ঢল পেরিয়ে কোন দিন ফিরে আসে না।
#বৃষ্টি তুমি কি শুধুই নাম?না কি আমার প্রার্থনা।
#বৃষ্টি ফিরে আসবে না এই শুষ্ক মরুতে।প্রাণের ক্যাকটাস হয়ে।কাঁটার ফুল।
৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:০৫
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।ভালথাকুন।
২| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:২০
স্বচ্ছ দর্পন বলেছেন: মাঝে মাঝে বৃষ্টি আমার শরীর স্পর্শ করে যায়! যেন সত্যিকারের ভালোবাসা!
বৃষ্টিকে ডাকি, কিন্তু সাড়া পাইনা! ওর মতো ও আসে, আবার চলে যায়! স্পর্শ করে যায়, ভিজিয়ে দিয়ে যায় শরীর খানি!
ভালো লেখা ছিলো! আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো!
৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:০৬
তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচ্ছা।ভালথাকুন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৩১
ব্লগার_প্রান্ত বলেছেন: পড়লাম।