নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

I LOVE ALL ANIMALES….

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০



I LOVE ALL ANIMALES….
যেদিন থেকে দেশ বা রাষ্ট্র,সীমানা,সার্বভৌমত্ব,জাতীয়তাবাদ,পতাকা,রাজনীতি,রুল অব ল শব্দগুলোর অর্থ বুঝতে শিখেছি সেদিন থেকে>>>>
আমি আর দেশ বিশ্বাস করি না
সীমানা বিশ্বাস করি না
সার্বভৌমত্ব বিশ্বাস করি না
জাতীয়তাবাদ বিশ্বাস করি না
পতাকা বিশ্বাস করি না
রাজনীতি বিশ্বাস করি না
স্বাধীনতা বিশ্বাস করি না
রুল অব ল বিশ্বাস করি না
আমি জগতে সব প্রাণী ছাড়া আর কোন কিছুরে বিশ্বাস করি না।বিশ্বাস একটা ধর্ম।আমার কোন ধর্ম নাই।নিঃধর্ম মাত্র।স্রেফ দুনিয়ায় আসা আর যাওয়া।
মাঝখানে নিষ্ক্রান্ত বিভ্রান্তির বিচ্ছুরিত দূরনক্ষত্র জীবন।
নক্ষত্রের ও জীবন আছে।
মৃত্যু আছ।তার জন্য অন্য নক্ষত্র বাহিত আঘাতও আছে।।

মানুষকে অন্য দশটা পোকামাকড়ের চেয়ে বেশি শ্রদ্ধা করি না।।

অনেক সংস্কার কুসংস্কার এখনো আছে তবু সেই সংকট হয়ত কোনদিন অতিক্রম করা হবে না।তাই উপরের সকল শব্দ আর আমাকে টানে না।
সত্যিই টানে না।

জগত আসলে
সুন্দরের নামে কুৎসিত সুন্দরকেই ভালবাসে।
ভালবাসা-সেও মিথ্যাশ্রিত।যুক্তিবিদ্যার অধীন!!!আর কিছু না!!!
তবু আমাকে একটা সীমানার ভেতর আটকে থাকতে হবে।
একটা রাষ্ট্রের ভেতর আটকে থাকতে হবে।
একটা সার্বভৌম কর্তৃপক্ষের কাছে নতো থাকতে হবে।
একটা পতাকার দিকে তাকিয়ে থাকতে হবে।
একটা জাতীয়তাবোধ আমাকে লিখতে হবে,পড়তে হবে।
রাজনীতির বুলি আওড়াতে হবে।
রুল অব ল মানতে হবে!

একটা কর্তৃপক্ষ আমাকে কোথাও নেবে না
বাতিল বাতিল বলে আমাকে জগত থেকে অস্বীকার করবে।
সেই শিক্ষা নিয়ে আমার পরিবার,আমার সমাজ আমাকে চূড়ান্ত অপর্দাথ বলে বাতিল করবে।
আমি কোথায় যাবো??
আমার কি জায়গা নাই???
এসব মানা না মানাই কি হবে আমার চূড়ান্তপ্রাণী কাঠামোর কাছে চূড়ান্ত অপরাধ।
ক্রুশ,হিজরত,ফাঁসি…সব আমার।
এই এক দাবি।।
না
এবং না
আমার নাম প্রাণী।
আর কোন নাম নাই।
কোন নামে আমাকে ডেকো না।
আমার ভুল শুদ্ধ বলে কিছু নাই।
আমার পাপ তাপ বলে কিছু নাই।
আমি আর অপরাধকেও ধর্তব্যে আনি না।
মানুষের দরকার
আমি যেহেতু প্রাণী ওসব আমার প্রয়োজন নাই।
আমার পিতা নাই।
আমার মা’ও একদিন পৃথিবী থেকে মিইয়ে যাবে।
আমিও যাবো।
আমার পিতা মাতা আমরা সকলেই যৌথ প্রাণী।।
আমি এক নগণ্য তুচ্ছ;বাতিল নই
প্রাণীমাত্র।
তবু অন্যপ্রাণীর বশে থাকতে হবে।
অন্যবড় বড় প্রাণী আমাকে খেতে আসবে।আমিও ছোটদের দিকে খেতে যাবো।
এ আমার প্রাকৃতিক নিয়তি।
আমি এক তথাকথিত প্রাণী নই শুধু প্রাণী,প্রাণীর এক অবয়ব দেহ।।।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১

বিজন রয় বলেছেন: মানুষ সবচেয়ে খারাপ আর ভাল।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৪

তাওিহদ অিদ্র বলেছেন: হুম ..............।
শুভেচ্ছা।

২| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: এটা খুব ভালো।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৫

তাওিহদ অিদ্র বলেছেন: আই লাভ অলস্..........
হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.