![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#চাঁদকে সন্দেহ করুন।
#চাঁদকে নিজের বাড়ির খাটে রাখুন।
#চাঁদ একটা রাষ্ট্র!
#বেডশিটে চাঁদকে শুইয়ে দিন।তারপর---নাাভীতে ইমো।
#চাঁদ-ফ্রাই করা হলুদ ডিমভাজা।
#চাঁদ একটা রুজপাউডার গাল।
#পাড়ার চাঁদকে চুমু খাওয়া যায় না।
#পাড়ার চাঁদ বাড়ির ছাদে যায়।লুকিয়ে শুকাতে দেয় জোছনা।
#শহরে ওয়াসার পানিতে চাঁদ দেখা যায়!
#চাঁদের প্যান্ট দারুণ।সফেদ ইউনিক বোমা।
#প্রেমিকারা সাইজ করে চাঁদ কাটে।
#কৃষ্ণপক্ষও চাঁদ,শুল্ক পক্ষও চাঁদ।মাইয়াদের কোন পক্ষ নাই।তারা সকলের জোছনা।
# জাহাজের ডেকে চাঁদ দেখা,জলের তলায় মাছেদের সংসার দেখা একই।
#চাঁদে যেতে হলে দড়িয়ে বেয়ে নামতে হয়!
#নাভী;বিউটি চাঁদ।
#এলাচ গন্ধ চাঁদের গন্ধ এক হয়।দুটোতেই কার অবয়ব জাগে।
#চাঁদের খেদমত করুন।চাঁদ কিচ্ছু দেবে না।
#চাঁদ একটা খরচা।
#চাঁদ রিকশার হুড।বাতাসে বার বার হেলে পড়ে।
#চাঁদের কুটুম্ব হলো জোছনা ভেজা বাঁশঝাড়।
#বাঁশের মাথায় চাঁদ খুব সুন্দর।চাঁদ যান।বাঁশে যান।অতত্রব বাঁশময় হোক জীবনানন্দ।
#চাঁদ শারিরীক।
#চাঁদ বাইতে বেশি বেশি পরিশ্রম করুন।পরিশ্রম প্রচুর ধান দেয়।
#চালের ভেতর চাঁদ বাছুন।
#চাঁদকে ডুবিয়ে মারুন।নিজেও মরুন।
#নাভী চাঁদের ছদ্মনাম।
#নাভীতে চুমু খা চাঁদ।
#একটা দূর্ঘটনা মানে আরেকবার চাঁদ দেখার সম্ভাবনা।
#কতো কতো চাঁদ আছে অথচ একজনকে ভালবাসবেন তা হবেনা।
#চাঁদ একটা কমিনিউস্ট মেনিফেস্টো-না।সকলের আহার।রুটি!!
#চাঁদ বেগুন পোড়া।আলুপোড়া না।
#চাঁদকে তিল ভাবেন।তিলক ভাববেন না।
#চাঁদে ঢিল মারুন।পরের দিন সংবাদ বেরুবে একজনের মৃত্যু!
#চাঁদে যেতে সাদা পোশাক পড়তে হয়না।রঙবেরঙ চাঁদ।
#চাঁদ সাদা হলেও ঠোঁট কিন্তু জবা।
#চাঁদকে সম্মান করলে একটা জুঁই ফুল ফ্রি!
#সয়াবিন তেল হাতে মেখে চাঁদের কাছে যাবেন না।কেরোসিন নিয়ে যান।
#প্রথমে আদা খান তারপর চাঁদের শরীরে ঢুকেন।
#চাঁদ হলো লেন।লেনে ঢুকে ঢেউ তোলেন।
#চাঁদ একটা ফাঁক।
#চাঁদ ভাসমান জুরিসপ্রুডেন্স।
#মেঘের ষড়যন্ত্রে চাঁদ দায়ী।
#চাঁদ উত্তর দিকে উঠে,দক্ষিণ দিকে ঢলে পড়ে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
তাওিহদ অিদ্র বলেছেন: আমারে দেখলে বুঝা যায় না বুঝি
-
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: পৃথিবীর কোথাও কিছু থেমে নেই !