![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিহৃ কোথাও নাই
কে যেন ইচ্ছা করে হোল থেকে স্মোক ছাড়তেছে
সেসব ধোয়াঁর কুন্ডলি কেটে বেরিয়ে আসতেছে তরতাজা মডেল
এখনি শুরু হবে নৃত্য
ধুন্ধুমার ওয়েলডিং এর আলো স্টেজ জুড়ে
অমন আকাশে আটকায় রাখছো আমারে।
গভীর রাত তখনো হয় নাই
মাত্রই গভীরে প্রবেশের চেষ্টা
জানালায় পিঠঠেশে
অথবা বুকঠেশে হাতখানা ছেড়ে কিই বা ছোঁয়ার চেষ্টা?
নামহীন ক্ষত
ক্ষণিক ইস্পাত ঝাঁঝালো আলোর মতো!
দেখে দেখে কেবলই মনে হয়;কালো রঙের বৃক্ষ
কেঁপে উঠে হঠাৎ হঠাৎ
শরীরের উপর কেবল ভালবাসাটা ছাপিয়ে যায়।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ-----------
-
মতামতে আসার জন্য!
শুভেচ্ছা
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ------
-
ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১০
অভিশপ্ত জাহাজী বলেছেন: ভালো লেগেছে কবিতা। প্রতিটা লাইন রূপক অর্থ বয়ে নিয়ে এসেছে।