![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'স্যার' বা 'ম্যাডাম' এইসব শব্দের ভার্বাথ হলো দূনীর্তি বা অপরাপর শোষণকাম
-
স্যার’ শব্দটি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বাজে শব্দ।
পাবলিক সার্ভেন্টরা কেন আশা করবেন পাবলিকরা তাদের ’স্যার’ ডাকবে বা ’স্যার’ ডাকতে হবে?
পাবলিকের সার্ভেন্ট হিসাবে তাদের প্রথমকাজই হবে পাবলিককে স্ট্যান্ডিং করে ’স্যার’ ডাকা।
বরং সেটাইতো যৌক্তিক হতো।যেহেতু বৃটিশদের পা চাটা কালচার যখন এখনো লালন করছন।কিন্তু পাবলিক নিজেই চাইনা যে তাকে কেউ ’স্যার’ ডাকুক!! পাবলিক সার্ভেন্টরা তারাতো সেটা করছে না,তারাতো পাবলিককে ’স্যার’ ডাকছে না?
বরং স্যার বা ম্যাডাম না বলার জন্য নির্যাতন করেছে!!
’স্যার’ বলা না বলার মধ্যে কোন সম্মান নাই।সম্মান হলো কাজটা ঠিক মতোন করছেন কিনা? ভয়ে যেমন অনেকেই সালাম দেয়; ভয়ে অনেকেই স্যার ও তো ডাকে! সেটা ভুলে গেলে চলবে না!!
কোন ব্যক্তি যদি তার প্রকাশভঙ্গিতে কাউকে সম্বোধনের ক্ষেত্রে ভুল করে থাকে শুধু তার জন্য তাকে ’বেয়াদব’ বলা যায় না।বরং তার পক্ষে সাফাই গাওয়াটাও কম বেয়াদবি নয়।প্রকাশভঙ্গি তো এমনিতে তৈরি হয় না সে কালচার সে পেয়েছে কিনা সেটা ওতো বিবেচনায় থাকা দরকার।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ
-
মতামত প্রদানের জন্য--শুভেচ্ছা ,ভাল থাকুন।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
আহমেদ জী এস বলেছেন: তাওিহদ অিদ্র ,
ঠিকই বলেছেন । সরকারী চাকুরীজীবিরা দেশের মালিক জনগণের সেবক, প্রকৃতপক্ষে চাকর । কোনও মতেই মালিকপক্ষের উচিৎ নয় এইসব সেবকদের "স্যার" ডাকা । উল্টো সরকারী চাকুরীজীবিদের উচিৎ প্রত্যেক নাগরিককে স্যার বলে সম্মান দেখানো , সে নাগরিক যতো তুচ্ছই হোন না কেন , কারন তিনিও দেশের একজন মালিক ।
এই অসভ্য ও শোষনমূলক প্রভুত্ব কালচার থেকে সাধারণ মানুষ যতো তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন ততোই মঙ্গল ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ
-
মতামত প্রদানের জন্য--শুভেচ্ছা ,ভাল থাকুন।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
নজসু বলেছেন: ভাববার মতো বিষয়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ
-
মতামত প্রদানের জন্য--শুভেচ্ছা ,ভাল থাকুন।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
কানিজ রিনা বলেছেন: আসলে আমি কি ঠক? কোনও ডিসি
এসপি ওসি কারো আমি স্যার বলে সম্মধন
করিনা ডিসি সাহেব এসপি সাহেব এমনই
বলি। এইত সেদিন স্পেসাল জজকে জজ
সাহেব বলেই সম্মধন করলাম। মাস খানেক
আগে ডিএমপি হাবিবুর রহমানের সামনে
গিয়ে ছেলের বয়সী মনে হওয়ায় বলে
ফেললাম বেটা। কেন জানি আমার ভিতর
কোনও জড়তা নেই ভয় নেই। ডিএমপির
কাছে মেয়ের কাগজ পত্র অথরাইজেসনের
জন্য গিয়েছিলাম। বেশ ভাল দিক তুলে
ধরেছেন যে যত বড় পদমর্যাদার হোক
তাকে সেই পোষ্ট অনুযায়ী ডাকা উচিৎ।
ধন্যবাদ।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৬
কানিজ রিনা বলেছেন: আসলে আমি কি ঠক? কোনও ডিসি
এসপি ওসি কারো আমি স্যার বলে সম্মধন
করিনা ডিসি সাহেব এসপি সাহেব এমনই
বলি। এইত সেদিন স্পেসাল জজকে জজ
সাহেব বলেই সম্মধন করলাম। মাস খানেক
আগে ডিএমপি হাবিবুর রহমানের সামনে
গিয়ে ছেলের বয়সী মনে হওয়ায় বলে
ফেললাম বেটা। কেন জানি আমার ভিতর
কোনও জড়তা নেই ভয় নেই। ডিএমপির
কাছে মেয়ের কাগজ পত্র অথরাইজেসনের
জন্য গিয়েছিলাম। বেশ ভাল দিক তুলে
ধরেছেন যে যত বড় পদমর্যাদার হোক
তাকে সেই পোষ্ট অনুযায়ী ডাকা উচিৎ।
ধন্যবাদ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ
-
মতামত প্রদানের জন্য--শুভেচ্ছা ,ভাল থাকুন।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
মো: তৌহিদ ইসলাম আবির বলেছেন: আমার উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার একজন নারী ছিলেন তাকে স্যার না বলে ম্যাডাম ডাকাই তিনি তাকে ৫ দিনের কারাদন্ড দিয়েছিলেন। আর উনি নিজে ডাকবে সাধারণ জনগনকে ডাকবে স্যার..........? যদিও এটাই হওয়ার কথা ছিল কিন্তু আমরা ...............................
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ
-
মতামত প্রদানের জন্য--শুভেচ্ছা ,ভাল থাকুন।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
সনেট কবি বলেছেন: পড়লাম
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ
-
মতামত প্রদানের জন্য--শুভেচ্ছা ,ভাল থাকুন।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: স্যার বা ম্যাডাম ছাড়া তাহলে আর কি বলা যেতে পারে তাদের?
০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৯
তাওিহদ অিদ্র বলেছেন:
নাম ধরে ডাকা।
বড়জোড়- ভাই বা আপা বলে ডাকা যেতে পারে।পাবলিক সার্ভেন্টরা যদি সিস্টেমের দাস হয়ে থাকে তাহলে তাদের উচিত তাদেরই লালন করা সিস্টেমের ভেতর পাবলিকদের ‘স্যার’ ডাকা।
-
সম্বোধন শব্দটিই কোন বিষয় নয়।বিষয় তখনই হয় যখন এই সম্বোধন কালচার দিয়ে শোষণ বিস্তৃত করে।
-
ধন্যবাদ।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত না।
০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১০:২১
তাওিহদ অিদ্র বলেছেন: মতের মিল থাকতে হবে এমন কোন ব্যাপার নাই।
-
যে কালচার দাঁড়াইছে তা ভেঙে দেয়াই হলো কাজ।কালচার টিকায়ে রাখা যে সবসময় ভাল না সেটা বলতে পারা---
-
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
প্রথমকথা বলেছেন: ভাল বলেছেন। সত্যিতো স্যার ম্যাডাম কেন?