![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্বপ্ন্ আমার ভালবাসা........
> দুধের প্রধান উপাদান মূলত ২টি- ক্যালসিয়াম আর ভিটামিন ডি। এই ক্যালসিয়াম হাড়কে শক্ত আর দাঁতকে মজবুত করতে সাহায্য করে। অন্যদিকে, ভিটামিন ডি হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে।
>> দোয়ানোর সময় দুধ কিন্তু যথেষ্টই গরম থাকে, ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। অথচ মজা দেখ, সেটা সংরক্ষণ করতে হয় খুবই ঠা-া স্থানে, মোটে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে।
>>> তুমি যদি কোন গরুর থেকে ১০ লিটার দুধ চাও, তাকে প্রতিদিন ২০ লিটার পানি খাওয়াতে হবে। মানে, দুধ বানাতে দ্বিগুণ পানি লাগে!
>>>> ডাক্তারদের মতে, প্রত্যেক মানুষের দিনে ২ গ্লাস দুধ খাওয়া উচিত।
>>>>> সাধারণ দুধ আর চকলেট দুধের মূল উপাদানে তেমন কোনো পার্থক্য নেই। কেবল চকলেট দুধে কিছু ক্যালরি বেশি থাকে, যেগুলো চকলেট দুধের স্বাদকে মিষ্টি বানিয়ে দেয়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
টয়ন বলেছেন: খেতেও মজা......।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
মাক্স বলেছেন: প্রতিদিন ২ গ্লাস দুধ খাওয়ার পরামর্শ দেয়?
পার লিটার দামের ব্যাপারে কোন আইডিয়া আছে
যাইহোক একটা তথ্য জানতাম না বিশ লিটার পানি সমান এক লিটার দুধ!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
টয়ন বলেছেন: শুধু পরামর্শ খেয়েই থাকতে হবে... যা দাম!
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: দুধ সমাচার কহে গোয়ালা
তৃপ্তির ঢেঁকুর তুলে ভরে পেয়ালা
দুধের এত গুন
কাহিনী নিপুণ
খেলে বাড়ে অধিক মেধা
শুভেচ্ছা দুধ ধা ধা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
টয়ন বলেছেন: ওহে ছন্দিক...ভাল লাগল ছন্দ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
হেডস্যার বলেছেন:

ছিঃ ছিঃ কি বলেন এগুলা ?
দুধ খায় না।
পান করে।