নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম ভাল, আছিও ভালো-------

সময়ের পিছনে দৌড়ানোটা বোকমি, সময়ের সাথে দৌড়াও......

টয়ন

আমার স্বপ্ন্ আমার ভালবাসা........

টয়ন › বিস্তারিত পোস্টঃ

পিএসসি পরীক্ষা দিবেন না কি BGSC .............

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১

গার্মেন্টস শ্রমিকদের নুন্যতম বেতন হবে ৮,১১৪ টাকা। কাজেই ভাইয়েরা যারা সেকেন্ড ক্লাস কর্মকর্তা আছেন তারা (যাদের বেতন স্কেল ৮,০০০ টাকা) জব সুইচ করার বিষয়টি ভেবে দেখতে পারেন। আর ওদের বেতন যদি আরেকটু বাড়িয়ে ১১,১১৪ টাকা করা হয় তাইলে তো কথাই নাই, সিভিল সার্ভিস ও খালি হয়ে যেতে পারে। হয়তবা সহসাই সিভিল সার্ভিস খালি হবে না , কিন্তু ৫ বছর পরে তা হতেই পারে, কেননা যখন মানুষ দেখবে কোনরকমে ১৫/১৬ বছর বয়সে গার্মেন্টসে ঢুকতে পারলেই অতো বেতন , তাইলে খামখা পড়া লেখা কইরা ২৮/৩০ বছর পর্যন্ত কোনও ইনকাম না কইরা বিসিএস ক্যাডার হওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। হয়তো তখন অনেক ক্যাডার কর্মকর্তা ছেলে-মেয়েদের বলবে --- "আমার মত আর ভুল কইর না তোমরা",



আশঙ্কা হইল তখন পিএস সি কি করবে ??? কারন তখন হয়তো আরেকটি কমিশন করতে হইব বাংলাদেশ জুডিশিয়ালস সার্ভিস কমিশনের(BJSC) মত --বাংলাদেশ গার্মেন্টস সার্ভিস কমিশন (BGSC) তখন হয়তো BCS পরীক্ষার প্রস্ন ফাস কেউ করতে চাইবে না, ফাঁস হবে BGSC পরীক্ষার প্রস্নপত্র। পিতার বাপ মন্ত্রীদের কাছে তদবির করবে - BGSC-তে যাতে পুত্রের একটা চাকরি হয়। কন্যার বাপগন হয়তো BGSC চাকরিজীবী খুজবে। ৮,১১৪ বা ১১,১১৪ টাকায় শুরু করলেও তাদের কিন্তু আরও থাকবে অভার টাইম, ২/৩ বছরের মধ্যেই BGSC চাকরি ধারীগন নতুন নুন্যতম মজুরি পাবে, বছরান্তে Incriment পাবে আরও বেশী । আর তখনো BCS ক্যাডার গন তাকিয়ে থাকবে --বছরান্তের ৪৯০ টাকার Incriment এর জন্য, স্থায়ী পে কমিশনের দেয়া ৫বছর ( সাধারণত ৭/৮ বছর লাগে, তাই ৫ বছর বললে ভুল হবে) পরের নতুন পে- স্কেলের জন্য ... ... ...

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: বেশীর ভাগ সরকারি চাকুরেদের প্রতিমাসে বেতন তুলতে হয় না । ওরা বছরে দুই একবার বেতন তুলেন । কিন্তু গার্মেন্টস কর্মীদের প্রতিদিন নুন আনতে পান্তা ফুরোয় ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯

ভোরের সূর্য বলেছেন: ভাই আপনি কি উদ্দেশ্যে এই এই লেখাটা লিখেছেন আমি জানিনা কিন্তু আপনি বিসিএস ক্যাডারের শুধু মুল বেতনের কথা বলেছেন।সব সহ কত বেতন পান সেটা বলেন নাই।১ম শ্রেণীর কর্মকর্তা সব সহ শুরুতে বেতন পান (১১০০০ টাকা স্কেলের)২০৩৭০ টাকা আর দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা শুরুতে সব সহ বেতন পান(৮০০০ টাকা স্কেলের)১৬৫৪০ টাকা। এর পর ইনক্রিমেন্ট,বোনাস, অন্যান্য সরকারি সুযোগ সুবিধা,ক্ষমতা তো আছেই।এছাড়া ঘুষের কথা না হয় বাদই দিলাম। আপনি কিভাবে এদের সাথে গার্মেন্টস শ্রমিকদের নুন্যতম বেতনের সাথে তুলনা করছেন আমার বোধগম্য হচ্ছে না।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১

টয়ন বলেছেন: বেতন বাড়াতে হবে এ নিয়ে কোন সন্দেহ নাই। তবে সব দিক বিবেচনা করে সরকারী-বেসরকারী খাত বিবেচনা করে করতে হবে।এইটা নিয়ে রাজনীতি করলে আমার মনে হ্য় ফলাফল ভয়াভ হবে।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতির অর্থনীতির মেরুদন্ড যারা, যাদের শ্রম-ঘামে অর্থনীতির চাকা ঘোরে তাদের উপহাস করেন????? X( X(

ছিঃ

আরে মালিকের দালালি করবেন ভাল কথা, ভার্চুয়ালে কইছেন কইছেন- সমানে পইরেন না। আমজনতার ক্রোধ কি জিনিষ টের পান নাই!!!!

৭১-এ পাকিরা টের পাইছিল!! X(( X((

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

টয়ন বলেছেন: ভাই ভালোই কইছেন .. কারো দালালি আমার কাজ না তবে যা কিছু করতে তা ভেবেই করতে হবে। হঠাৎ বেতন ২ গুনের বেশী করলে কি এই খাত টিকবে না কি তা কি ভেবে দেখেছেন। এই সেক্টর না থাকলে টের পাবেন, দেশ কোন দিকে যাচ্ছে।

যাই হোক আপনি যে একজন ভালো দালাল তা টের পেলাম কারন সব কথাই আপনার কাছে দালালি মনে হ্য়।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭

গরম কফি বলেছেন:
সরকারী লোকদের বতেন দেয়া বাদ দিয়ে উল্টা তাদরে কাছ থেকে প্রতিমাসে চেয়ারের ভাড়া বাবদ টাকা নেয়া উচিত ।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ভাই ভালোই কইছেন .. কারো দালালি আমার কাজ না তবে যা কিছু করতে তা ভেবেই করতে হবে। হঠাৎ বেতন ২ গুনের বেশী করলে কি এই খাত টিকবে না কি তা কি ভেবে দেখেছেন। এই সেক্টর না থাকলে টের পাবেন, দেশ কোন দিকে যাচ্ছে।

ও... শ্রমিকদের শোষনের টাকায় যখন প্রাডো, ভি সিক্সে চলে তখন মনে থাকেনা!!! ঔগুলা কি তাগোর বাপের টাকায় কিনা?

শ্রমিকদের রক্ত পানি করা সাফল্যের ফল ভোগ করে তারা একা-
ছুটি কাটায় ঈদ করে সিঙ্গাপুরে!!!

শূণ্য থেকে কোটিপতি হয়েছে কি দিয়ে? এই শ্রমিকদের শ্রম দিয়ে...

লাভের ঘরে শুধূ বাড়তেই হবে কেন?

যাদের জন্য লাভ তাদের বাঁচিয়ে রাখলেই না লাভ আরো হবে!!

হ্যা আমি দালালতো বটে। শ্রমজীবি আমজনতার দালাল!

কিন্তু আপনাদের মতো সুবিধাবাদী কিট নই। আপনার লেখা ষ্পষ্ট প্রমাণ করে আপনি তাদের দাবীকে সম্মানতো করেননি-উল্টো উপহাস করেছেন। যা নোংরা কিটদের দ্বারাই সম্ভব।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

বাতায়ন এ আমরা কজন বলেছেন: ভাই,
বাধ্য করলেন লগইন করতে,
তাও আবার আপনার মত একটা বলদের লেখায় মন্তব্য করতে।

@আপনার মন্তব্য :
"এই সেক্টর না থাকলে টের পাবেন, দেশ কোন দিকে যাচ্ছে।"

কিন্তু এই মালিকেরা এই সেক্টর রক্ষার ব্যপারে কী করছেন?
তারা শ্রমিকদেরকে আগুনে জালাচ্ছেন, পানিতে ডোবাচ্ছেন,
দেয়াল চাপা দিয়ে মারছেন, আর তাদের রক্ত ঘামের বিনিময়ে দামী দামী গাড়িতে চড়ে হাওয়া খেয়ে বেড়াচ্ছে, সিংগাপুর- মালয়েশিয়া তে অবসর কাটাচ্ছে, আর সরকারকে ম্যানেজ করে শ্রমিকদেরকে ঠকাচ্ছে। আরে যে টাকা এরা ম্যানেজ করতে ব্যয় করে, তার সামান্য অংশ দিলেও শ্রমিকরা অনেক উন্নত জীবন কাটাতে পারত।

আর, আপনি?
বিসিএস এর সাথে গার্মেন্টস শ্রমিকদের বেতন তুলনা করছেন,
সত্যিই হাস্যকর......
এদেশে কজন বিসিএস ক্যাডার তার বেতনে চলে?
আর তাদের বেসিক আর গ্রস কী সমান?
তারা অন্যান্য যে সুযোগ সুবিধা পায়, তার কী হবে?
তাদেরকে সারাজীবন যে পেনশন দেয়া হবে আমার আপনার টাকায়,
তার কী?

আপনাদের মত বুদ্ধিজীবি (আসলে বুদ্ধি প্রতিবন্ধী) -রাই এদেশের বড় শত্রু।

এখনও সাবধান হন,
জনগণের মাইর কিন্তু খুবই ভয়াবহ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

টয়ন বলেছেন: আমি বুদ্ধিজীবি নই এটা মানি। গার্মেন্টস সেক্টর সম্পকে আপনার অজানা অনেক এটা আপনাকে মানতে হবে। সরকারী অফিসে সবাই ১ম শ্রেণী কর্মকর্তা নয়, কর্মচারীও আছে তাদের বেতন কত... ভেবে দেখেছেন। একটু শুনে রাখুন, আমার জানা মতে একজন দক্ষ কর্মীর বেতন প্রায় ১৬০০০-২০০০০/-! বেতন ভাতা বাড়ানোর বিপক্ষে আমি কখনোই নই, এমন ভাবে করা হক যেন দু-কূল রক্ষা পায়।
আরো জেনে রাখুন ফার্মাসিউটিক্যাল সেক্টরে একজন অদক্ষ কর্মচারী বেতন মাএ ২০০০/-। তাই বলি বুদ্ধিজীবি হবেন তো জেনে শুনে হউন....!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.