নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা,মাটি,দেশ

তাজবীর আহােমদ খান

খুব বেশি কিছু আসলে বলার নেই। ভালো লাগে তাই সময় পেলে দু-চার লাইন লেখার চেষ্টা করি আরকি...............

তাজবীর আহােমদ খান › বিস্তারিত পোস্টঃ

জাতির পিতার প্রয়াণ দিবস এবং এক রিক্সাওয়ালা চাচার উদ্দিপ্ত একজোড়া চোখের কাহিনি

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

এই বিষয় টা নিয়ে লেখা শুরু করবার আগেই আমি একটা বিষয় পরিস্কার করে নিতে চাই।লেখার বিষয়বস্তু একান্তই উক্ত রিকশাওয়ালা চাচার নিজস্ব মতামত।আমি আজ সবার সাথে শেয়ার করছি কারন আমার বয়স তুলনায় বিষয়বস্তুর গভীরতা এবং আমিও আসলে এইখানে উপস্থিত সিনিয়র ও সমসাময়িক ব্লগার দের মাদ্ধমে আসল বিষয়বস্তু জানতে চাই।

শুরু করা যাক মূল কাহিনি।আমি খুলনার ছেলে।যখনকার কথা বলছি তখন আমরা সবে ইন্টার ফার্স্ট ইয়ার এর স্টুডেন্ট।সবে কলেজর বড় ভাইদের হাত ধরে রাজনীতির অলিগলিতে পদচারণা শুরু।প্রতিদিন সন্ধ্যা হলে আড্ডাখানা ছিলো আওয়ামীলীগ অফিস এর পেছনের হাবিব এর চা এর দোকান। রাজনীতির কিছুই তো ছাই বুঝিনা।বুঝি শুধু কাপের পর কাপ চা সাথে গোল্ডলিফ(যদিওবা এইগুলার অধিকাংশ আসতো অন্য উপায়ে)।আর সল্প বুদ্ধি সম্বল করে বিভিন্ন রাজনৈতিক বিসয়ে মন্তব্য করা।

তেমনি এক প্রচণ্ড ঝড়বৃষ্টি মুখর সন্ধ্যায়,যথারীতি আমরা ব্যাপক যোশ সহকারে চা-বিড়ির গুষ্টি নিপাত এ ব্যাস্ত।আর মাত্র ২ বা ৩ দিন পরেই সেই ঐতিহাসিক ১৫ই আগস্ট।সুতরাং আলোচ্য বিসয় সহজেই অনুমেয়। কথার সুত্র ধরে এম্নিতেই শেখ মুজিবের নির্মম হত্যাকান্ড আমাদের আলাপচারিতায় জায়গা করে নিলো। আমরা সেই নিরমমতার নিপাত করছিলাম।

কখোন যে এক বয়স্ক রিকশাওয়ালা চাচা ঝরের প্রকোপ থেকে বাচার নিমিত্তে আমাদেরি পাশে ঠাই নিয়েছে,তা আমাদের গোচরেই আসেনি।আচমকা চাচার তরফ হতে বাক্যবাণ শুরু।প্রথমে বুঝে উঠতেই আমাদের একটু সময় লেগেছে যে উক্ত বাক্যবাণ আসলে আমাদের উদ্দেশে।চাচার রুদ্রমুরতি আর সেকি চোখের চাহনি,আমি আজো ভুলিনি।।

চাচার বক্তব্য টুকু আমি সরাসরি তার জবানিতেই তুলে ধরি বরং-------
"আমি মিয়া নিজে মুক্তিযোদ্ধা, নিজের হাতে পাকিগো মারছি।তোমরা যুদ্দের কি জানো?কোন দিন ভাবছো যে ১৫ আগস্ট ভারতের বিজয় দিবস।১৫ই আগস্টই ক্যান শেখ মুজিবরে মারা লাগছে?নাহলে পরের দিন ১৫ই আগস্ট আমাগো দেশডারে ভারতের হাতে তুইলা দিতো।পোলাপাইন,জানোনা কিছু খালি বইসা গ্যাজানো।"

প্রসঙ্গত বলতে হয় যে ওইখানে তখন উপস্থিত আমার বন্ধুদের অধিকাংশই আওয়ামীপন্থী।তথাপি চাচার কথার ঝাঝ আর চোখের সেই তিব্র চাহনি আমাদের সাময়িক স্থবির করে দেয়।কেউ কিছু বলার আগেই আমি উনার বয়স এবং পরিস্থিতির চাহিদা বুঝে উনাকে ঠান্ডাভাবে বিদায় করি।

কিন্তু সত্যি কথা হলো,আজ অব্ধি কথাটার রেশ ও স্লেশ,তা আজো আমার কানে বাঝে আর মনের কোথায় যেন একটু খচখোচানি রেখে যায়। অনেকের কাছেই জানতে চেয়েছি কিন্তু সদুত্তর পাইনি।কি ভেবে দিলাম আজ মনের কথা ছেপে।

গঠোনমূলক ব্যাখ্যা চাই।বাজে কমেন্ট চাই না।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:




ইতিমধ্যে রিকসা চালায়ে যদি জীবিকা নির্বাহ করছেন, তা'হলে সঠিক আছে; না হলে, এখন থেকে আপনার রিকসা চালানো উচিত হবে।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

গেম চেঞ্জার বলেছেন: এই লোকটার কথা লজিকের বাইরে! কারণ বংগবন্ধু ভারতের সেনাবাহিনী বিদায় করেছিলেন, ওআইসিতে যোগ দিয়েছিলেন, এমনকি পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১১

তাজবীর আহােমদ খান বলেছেন: ভাই
সুচিন্তিত মন্তব্ব্যর জন্য ধন্যবাদ। কিন্তু রিকশাওয়ালা চাচার যুক্তির গোলমাল টা হোল ওই ১৫ই আগস্ট তারিখ টা

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

তাজবীর আহােমদ খান বলেছেন: মুরুব্বী(জনাব চাদগাজী),

শুরুতেই লিখেছি যে আলোচ্য বিসয় কার জবানিতে।তথাপিও যদি আপনার মনে হয় যে আমার রিকশা চালায়ে জীবিকা নির্বাহ করা প্রয়জোন,আশা করবো,সহচালক হিসাবে আপনাকেই পাশে পাবোপাবো :D

চাচাজান,যদি ফ্যাক্ট কিছু জানেন তো গঠোনমূলক মন্তব্য করে আলোকপাত করেন না।ঝগরা করতে তো বসিনি মুরুব্বি

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৪

আমিই মিসির আলী বলেছেন: চাচার কথা ভিত্তিহীন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১২

তাজবীর আহােমদ খান বলেছেন: হতে পারে

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



ফ্যাক্ট হলো, আপনি বর্ণচোরা শিবির, পিগমীগিরি করছেন ভুল জায়গায় এসে; ওসব ম্যাও প্যাও করার যায়গা বাংলাদেশে অনেক আছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬

তাজবীর আহােমদ খান বলেছেন: মুরুব্বি,
আপনার মন্তব্যর সাথে আমিও একমত।কিন্তু একটু ভিন্ন আংগিকে,আসলেই আপনার অভ্যাস হোল খামোখা ম্যাও প্যাও করা কিছু না বুঝেই।চার লাইন পরেই কি সুন্দর ডিসিশন এ চোলে আসলেন অ্যান্ড সুন্দর ভাবে শিবির তকমা টা ঝুলায়ে দিয়ে গেলেন।বলি চাচা,সমস্যাটা কি?নরমাল আলাপে এবনরমাল হন কেন?খামোখা ঝগড়া করার তালে না থেকে আলাপচারীতায় আসুন না।আপনার আর আমার তো সম্পত্তি নিয়ে ব্যেক্তিগত কোন ঝগড়া নেই

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বাংলাদেশের সবাই রাজনীতিবিদ,একজন রিক্সাওয়ালাই বা বাদ যাবেন ক্যান?? আর আপনিই বা বাদ যাবেন ক্যান???দেশের মানুষ এখন অনেক স্মার্ট হইছে।এইসব কথায় আর কান দেয় না।

আপনার কাছে একটি প্রশ্ন,এই কথাটা শোনার পর আপনার বর্তমান অবস্হা কি??

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৬

তাজবীর আহােমদ খান বলেছেন: ভাই,এই কথা শোনার আগে অ্যান্ড পরে,আমার অবস্থা একি রকম।আমার বিশ্বাস আমার কাছে ভাই কিন্তু মানতে হবে যে বুড়া চাচার ওই তারিখ নিয়ে গোলমাল টা কিন্তু সাময়িক ভাবনার খোরাক জোগায়।আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

মুহাম্মাদ শাথিল বলেছেন: রাজনীতি খুব ভালো বুঝি না, ইতিহাসও তেমন একটা জানিনা। তবে যতটুকু জানি তাতে বঙ্গবন্ধুকে যথেষ্ট বিচক্ষণ মনে হয়। সুতরাং এ ধরণের কিছু প্রশ্নই আসে না। উনি বেঁচে থাকলে আজকের সময়ে এসে ভারত এত স্পর্ধা দেখাতে পারতো না, যতোটা উনার কন্যার শাসনামলে নিচ্ছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৩

তাজবীর আহােমদ খান বলেছেন: ভাই,আমিও আপনার কাতারে।রাজনীতির মাঠে একেবারেই নবিশ। আপনার মন্তব্যর সাথে সহমত।কারন রাজনীতি না বুঝলেও এইটুকু ঠিকি বুঝতে পারছি যে এই আমলে,আমাদের সব ব্যাপারেই দাদাদের বরই বেশি মনোযোগ যা দিন কে দিন আরো বেহায়া ভাবে ফুটে উঠছে।মন্তব্যর জন্য ধন্যবাদ

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: Click This Link

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২০

তাজবীর আহােমদ খান বলেছেন: হুম,ধন্যবাদ রিজভী ভাই ফর দা লিংক

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

প্রামানিক বলেছেন: বঙ্গবন্ধুর কথা আলাদা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

তাজবীর আহােমদ খান বলেছেন: অবশ্যই।উনি আলাদা ছিলেন,আছেন এবং আলাদাই থাকবেন।বাংলাদেশ এর ইতিহাস উচ্চারণ হলে একি সাথে উনার নামটাও উচ্চারণ করতে হবে।কিন্তু বললাম না ভাই,এই ধরনের প্যাঁচালো আর প্রমানহীন বিষয় যখন সামনে পরে,তখোন ওই বুড়া চাচার মত এই ১৫ই আগস্ট তারিখ টাই যখন মুখ্য তার্কিক বিষয়বস্তুতে পরিণত হয়,তাৎক্ষণিক কাউন্টার এ্যানসার দেবার মতো কোন যুক্তি যে মাথায় খেলেনা।অনেকটা এই কারনেই এইখানে এই বিসয় এর অবতারণা করেছিলাম। মনের কোনায় সুপ্ত একটা বাসোনা ছিলো যে হয়তো এইবার উত্তর দেবার মত সলিড কিছু হাতে পাবো। যদিওবা এখোন পর্যন্ত সেরকম কিছু পাইনি।তবুও আশা করতে দোষ কি??

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মুজিববিরোধীরা তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছে হত্যাকান্ডকে বৈধতা দেওয়ার জন্য । ঐ মুরুব্বিও বিভ্রান্তির শিকার ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

তাজবীর আহােমদ খান বলেছেন: কিন্তু রূপক দা,
এই ধরনের বিভ্রান্তি যে বা যারা তাদের মস্তিষ্ক নামক জাগাতে বহন করে নিয়ে সমাজে দিব্যি ঘুরেফিরে বেড়াচ্ছেন, তাদের এই বিভ্রান্তি শুধু কথা দিয়ে প্রতিহত করা আসলেই কঠিন। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি।তাদের কথার শুরু থেকে শেষ পর্যন্ত একটাই বিষয় হাইলাইটেড থাকে,ওই সেই ১৫ই আগস্ট তারিখ টি।ভাল্লাগে না আর এই খামোখা সুর।তাই সিদ্ধান্ত নিয়েছি,ভালো একটা যুতসই উত্তর না গোছানো পর্যন্ত, কারো সাথে আর তরকে যাবো না।লাগলে কানের ফুটাতে তুলা গুঁজে রাখবো নাহয় ওই এলাকাই ত্যাগ করবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.