নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা,মাটি,দেশ

তাজবীর আহােমদ খান

খুব বেশি কিছু আসলে বলার নেই। ভালো লাগে তাই সময় পেলে দু-চার লাইন লেখার চেষ্টা করি আরকি...............

তাজবীর আহােমদ খান › বিস্তারিত পোস্টঃ

আসছে কোরবানি, আপনি প্রস্তুত তো?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩০

কদিন বাদেই কোরবানি,আজকাল থেকেই শুরু হয়ে যাবে গরুর সাথে গরুর লাঞ্জ্যা টাইপের কিছু পাবলিক এর ছবি পোস্টানো।জন্ম হবে কিছু লুতুপুতু স্ট্যাটাস এর।আমাদের গরুটা না কি কিউট,একদম গুতা মারেনা অথবা উফফ,আমাদের গরুটা আমাকে যে কি লাইক করেনা,তা কি আর বলবো এই টাইপের আরকি(বিশেষ করে নারীকুল হতেই এই ধরনের স্ট্যাটাস বেশি আসে)।

আর কিছু ভ্যাদ্যা টাইপের পোলাপান এর গুতাগুতি হবে,দোস্তোরা আমরা এবার হাটের সব থেকে বড় আর দামি গরুটা কিনেছি,আর সাথে বড়াই এর প্রমান সরূপ আরেক মানসিক বিকৃতির নমুনা, অচাম সব সেল্ফি তো থাকবেই।

আজ আমার এক ছোটভাই এর ফেসবুক স্ট্যাটাস টা দেখে মাথায় এইগুলা আসলো। ও খুব সুন্দর করে লিখেছে--------
"আজ অফিস থেকে ফেরার পথে পরিচিত একজন জিজ্ঞেস কোরল,ভাই এইবার কি কোরবানি দিচ্ছেন?গরু নাকি খাসি?আমি আস্তে হেসে বললাম,ভাই ভেতরকার শয়তান টাকে আগে কোরবানি দেবার চেষ্টা করছি"

ওর স্ট্যাটাস টা পরে আসলেই ভালো লাগল।আমরা দিন কে দিন,কোরবানির মূল উদ্দেশ্য থেকে কতোটা দূরে সরে যাচ্ছি তাই ভাবছিলাম।এখন তো কুরবানি মনে হয় ধর্মীয় ব্যাপার এর পরিবর্তে সামাজিক স্ট্যাটাস প্রদর্শনের একটা কেতায় পরিনত হয়েছে।

সো,এইজন্যইই বলছি,কুরবানি তো চোলে এলো, আপনি প্রস্তুত তো??

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

গেম চেঞ্জার বলেছেন: আজ অফিস থেকে ফেরার পথে পরিচিত একজন জিজ্ঞেস কোরল,ভাই এইবার কি কোরবানি দিচ্ছেন?গরু নাকি খাসি?আমি আস্তে হেসে বললাম,ভাই ভেতরকার শয়তান টাকে আগে কোরবানি দেবার চেষ্টা করছি


আসলেই এটা ভাল একটা স্ট্যাটাস!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

তাজবীর আহােমদ খান বলেছেন: গেম ভায়া,
ওর ফেবুর স্ট্যাটাস খানা পরার পর থেকেই তো মাথায় কিট পোকাটা কামড়ানো শুরু করলো।তাই নিজের ভাবনা টুকু মোবাইল এর ক্যিপ্যাডে ট্রান্সফার না করে পারলাম না

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

শামচুল হক বলেছেন: এখন তো কুরবানি মনে হয় ধর্মীয় ব্যাপার এর পরিবর্তে সামাজিক স্ট্যাটাস প্রদর্শনের একটা কেতায় পরিনত হয়েছে।
সত্য কথাই বলেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২

তাজবীর আহােমদ খান বলেছেন: হুম, সহমত এর জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.