নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা,মাটি,দেশ

তাজবীর আহােমদ খান

খুব বেশি কিছু আসলে বলার নেই। ভালো লাগে তাই সময় পেলে দু-চার লাইন লেখার চেষ্টা করি আরকি...............

তাজবীর আহােমদ খান › বিস্তারিত পোস্টঃ

বেচে থাকাও মাঝে মাঝে অভিশাপ

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৪

আগে অভ্যাস ছিলো রাত ১২ টার মধ্যে ঘুমিয়ে পরার।আর এখোন সারারাতেও ঘুম আসে না এই পোড়া দুই চোখে।আসবে কি কোরে।আমার অভ্যাস যে ছিলো আমার রাজপুত্র আর রাজকন্যা কে বুকের দুই পাশে জরিয়ে নিয়ে ঘুমাবার।আজ ওরা পাশে নেই।তাই সারারাত ঘুম যে আসে না।সারারাত কাটে আমার একা একা ছাদে বসে।নিস্তব্ধ রাতে ছাদে শুয়ে,একা একা সিগারেট পুরাই আর আকাশের তারাদের মাঝে আমি আমার রাজপুত্র ও রাজকন্যার মুখ খুজে ফিরি।

মাঝে মাঝে ভাবি ভুল টা ছিলো কোথায়??৫ বছরের প্রেম এবং অত:পর তার সাথেই ১২ বছরের সংসার হটাৎ করে আরেকজনের ফুৎকারে কি ভাবে উরে যায়??? ভালবাসা কি এতই ঠুনকো?তাহলে কি ছাই এতোদিন ভালোবাসলাম??

ছিলাম বাংলাদেশের টপ এক কর্পোরেট কম্পানীর টপ বস।আর আজ আমি আমার আপন জেলখানাতে বন্ধি।যেখানে আমি নিজেই নিজের বিচার করি আবার নিজেই জল্লাদ হিসেবে নিজেকে শুলে চরাই।প্রতিনয়ত,প্রতিটা পলে মৃত্য জালাতে তিলে তিলে করে জলছি।

মাঝে মাঝে এই অসহনীয় যন্ত্রণা থেকে বাচার জন্য চিরবিদায় নেবার চেষ্টা যে করিনি তাও নয়।কিন্তু আমার কলিজার টুকরা দুইটার মুখ যে চোখের সামনে ভেসে ওঠে।মনে হয় ওরা তো কোন অন্যায় করেনি।আমি যদি আজ বিদায় বলে নিজের চিরোশান্তির ব্যাবোস্থা করি আর ওদের যদি কখনো বাবাকে প্রয়জন হয় তখন ওরা কোথায় যেয়ে দারাবে??তাইতো নিজের হাতের শিরা কেটে আবার নিজেই ব্যান্ডেজ করি।

তিলে তিলে ধুকে ধুকে আজো বেচে আছি আর সকাল বিকাল এই চুতিয়া জীবন কে অভিশাপ দিয়ে যাচ্ছি। কিন্তু সোনাপাখিরা,তোদের হয় তো কোন একদিন ফিরে পাবো,সেই আশাতে তো ছাই মরতেও পারছি না।শুধু নিজেকে পাগোল পাগল লাগেরে বাবা।

আজবাদে কাল ঈদ।কিভাবে কাটবে বাবারা আমার সময়?আমার কাজ বাদে বাকিটা সময় যে শুধু তোদের নিয়ে কাটতো?কিভাবে আমি এই দিন পার করি বলতো??আকাশের তারারাও তো আমাকে সংগ দিতে দিতে হয়রান।তোরা কি জানিস তোদের ছাড়া তোদের বাবার কাছে যে বেচে থাকাও আজ এক অভিশাপ???

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৭

দিয়া আলম বলেছেন: এতই যখন মন্দে আছো একটা উপায় বের করো তোমার সন্তানদের জন্য :(

সরি তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে বললাম বলে,

ভালো থেকো তুমি

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৮

তাজবীর আহােমদ খান বলেছেন: দিয়া আপু,উপায় খুজে খুজেই তো হয়রান কিন্তু উপায় তো আর ধরা দেয় না

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৯

চাঁদগাজী বলেছেন:




গল্প লেখার চেস্টা করলেন, নাকি নিজের কথা লিখলেন? গল্প লেখার চেস্টা করে থাকলে, তেমন সফল হননি

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪০

তাজবীর আহােমদ খান বলেছেন: মুরুব্বী,আপনার অতি সুক্ষ বুদ্ধি কি বলে?কাহিনী নাকি ব্যাক্তি জীবনের উপাখ্যান??

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৪

দিয়া আলম বলেছেন: @গাজী ভাইয়া তুমিনা আসলেই একটা দুষ্ট বুড়ো, এমন ভাবে কেউ গল্প লেখে? এটা ওনার জীবন কাহীনি, এইভাবে কেউ বলে?তোমার এমন ঠোট কাটা স্বভাব কেন বলতো? তোমার বুড়ি তোমাকে সহ্য করে কিভাবে? উফ!!!!!!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৭

তাজবীর আহােমদ খান বলেছেন: আপু,সমস্যা নাই খুব একটা।মুরুব্বীরর বেফাস কথাবার্তা মোটামুটি গা সওয়া হয়ে গেছে।উনি আগে মন্তব্য করেন,তারপর সাদ্ধে কুলালে ভেবে দেখার চেষ্টা করেন যে ইহা আমি কি করিলাম,ঠিক করিলাম,নাহ আমি কি ভুল করিতে পারি নাকি.. হা হা

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



ভেবে কমেন্ট করা মানে কুলের শ্রাদ্ধ, যা পড়লাম, যা বুঝলাম, সেটা নিয়ে কথা বললাম; বাকীটুকু পরে হিসেব হবে।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


@দিয়া আলম,

যখন দেখি ৫ বছরের প্রেম, ১২ বছরের সংসার, তখন অংক মিলাতে পারি না; এটা কিভাবে ভাংগে? তখন মনে হয়, কাঁচা হাতে কেহ গল্পের প্লট বানাচ্ছেন।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৬

কানিজ রিনা বলেছেন: হিহ হিহ হিহ হিহ পাচঁ বছরের পে রে ম আর বারো
বছরের সংশার।
ডাহা মিথ্যা, সন্তানের জন্য এত দরদ কেন?

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

রোদেলা বলেছেন: গল্প আর মন্তব্য সবটাই গুলিয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.