![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একেই বলে, " জাতে জাত চিনে শুয়রে চিনে কচু"। শুধুমাত্র বঙ্গালী জাত চিনলো না।
ইন্ডিপেন্ডেন্ট টিভি ও মানব কন্ঠ পত্রিকার রাঙ্গামাটি জেলা রিপোর্টার হিমেল চাকমাকে বনরূপা বাজারে তুলোধুনো/গণধোলাই!
আজকে যদি এমন একটি হামলা কোন বাঙ্গালী করতো তাহলে সারা দেশের মিডিয়ায় ব্রেকিং নিউজ হতো।
আমরা সবসময় দেখে আসছি একেবারে মফস্বলের কোন সাংবাদিকের গায়েও যদি কেউ আঘাত করে সেই সংবাদটি পর্যন্ত মিডিয়া প্রচার করে। আর যদি কোন ইলেকট্রনিক / টিভি সাংবাদিকের উপর হামলা হয় তাহলে তো কোন কথাই নেই।
এই যে একদিন আগেও রাঙ্গামাটির সব সাংবাদিকেরা সাগর -রুনি হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন করলো। পেশাগত দিক দিয়ে সাংবাদিকদের এই বিষয়টি খুবই ভালো লাগে। অর্থাৎ কেউ কোন আক্রমণের স্বীকার হলে সবাই তার জন্য ঝাপিয়ে পড়ে। বিশেষ করে সমমনা সাংবাদিকরা তো উক্ত ঘটনার পিছুই ছাড়েনা।
এদিকে পাহাড়ে পান থেকে চুন খসলেই(যদি তাতে বাঙ্গালীর গন্ধ থাকে হিমেল চাকমা ইন্ডিপেন্ডেন্ট টিভি ও মানব কন্ঠে ব্রেকিং নিউজ পাঠায়। কিন্তু গতকাল ১৩ ফেব্রুয়ারী ২০১৬ বিকাল ৫টার দিকে বনরূপা বাজারে নিজের স্ব-জাতীর (চাকমা) হাতে আচ্ছা মতো গনধোলাই খাওয়ার পরেও কোন রিপোর্ট করলো না। এমনকি একজন সাংবাদিক হামলার স্বীকার হওয়ার পরেও কোন সাংবাদিক এটা নিয়ে রিপোর্ট করতে পারলো না!
কেন রে ভাই? শুধুমাত্র স্ব-জাতী বলে??
আজকে যদি এই হামলা কোন বাঙ্গালী করতো তাহলে কি হতো? স্থানীয় সংবাদ মাধ্যম হতে শুরু করে দেশের প্রথম সারির সংবাদগুলোর ব্রেকিং নিউজ হতো যে, "আদিবাসী সাংবাদিক সাম্প্রদায়িক/বাঙ্গালী হামলার স্বীকার"। পাহাড়ে কথিত ইসলামীকরন, ভূমি দখল, নারী ধর্ষণের মত নানান নির্যাতনের কল্পকাহিনীর সাথে যুক্ত হতো আদিবাসী(যদিও উপজাতি)সংবাদ কর্মীরাও বাঙ্গালীদের হামলার স্বীকার হচ্ছে।
এমন একটি ঘটনা স্থানীয় সাংবাদিকরা কিভাবে চাপিয়ে গেলো আমি ভেবে পাই না। আচ্ছা হিমেল চাকমা কি আপনাদের খবরটি দেয়নি বা আপনারা খবরটি পাননি? যদি পেয়ে থাকেন তাহলে রিপোর্ট কোথাও রিপোর্ট করলেন না কেন? ভেবে দেখেন তো যদি এই হামলা যদি কোন বাঙ্গালী করতো তাহলে কি হিমেল চাকমা রিপোর্ট না করে থাকতো? আপনাদের কি জানাতো না বা জানলে কি আপনারা রিপোর্ট করতেন না??
এই পর্দার আড়ালে হিমেল চাকমাদের মতো কথিত অসাম্প্রদায়িকতার মুখশটি আর কতোদিন থাকবে বা রাখতে পারবেন?
রোকেয়া লিটার এক "ডুমুরের ফুল" বইয়ে পুরো উপজাতীয়দের ভীত সহ কেঁপে উঠেছে। সামনে হয়তো আরও অনেকে কিছুই দেখবো যা হিমেল চাকমারা টেরও পাবেনা!
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ
এরচেয়ে ভালো পেলাম না।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
বিজন রয় বলেছেন: খাঁটি।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ
৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০
বঙ্গমিত্র সিএইচটি বলেছেন: আপনার লেখাটি যুক্তিসংগত। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১৪
মহা সমন্বয় বলেছেন: শিরোনামটা বেশি ঝাঝালো হয়ে গেছে।